
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৮:২২ এএম
নেইমারকে খোঁচা দেওয়া সেই জেসুসকেই কোচ করছে ব্রাজিল!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১১:৩৮ পিএম
-67ead318ee706.jpg)
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর ব্রাজিল দলের কোচের চাকরি হারিয়েছেন দরিভাল জুনিয়র। সে জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। তবে এর মধ্যে একটা নাম বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে। সেই নামটা জর্জ জেসুস। আল হিলালের এই পর্তুগিজ কোচ ব্রাজিল দলের কোচ হওয়ার জন্য আগ্রহও প্রকাশ করেছেন।
তবে জেসুসের সঙ্গে জড়িয়ে আছে বিতর্কও। ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে নিয়েই খোঁচা দিয়েছিলেন তিনি। সৌদি ক্লাব আল হিলালে চোটে জর্জরিত নেইমারকে নিয়ে তার একটা মন্তব্যে তোলপাড় হয়ে গিয়েছিল ব্রাজিলের ফুটবল। গত জানুয়ারিতে জেসুস বলেছিলেন, সৌদি লিগ যে মানের খেলায় অভ্যস্ত, নেইমার এখন আর সে পর্যায়ে নেই।
নেইমারকে অবশ্য পরে সৌদি লিগ ছাড়তে হয়েছে। সান্তোসে খেলছেন তিনি। তবে সেখানেও তার ওপর ভর করেছে চোট। এদিকে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে নতুন কোচ খুঁজছে ব্রাজিল। আর সেই তালিকায় আছেন জেসুস।
কিন্তু প্রশ্ন হলো, ব্রাজিলের কোচ হওয়ার আলোচনায় নেইমারের সঙ্গে তার বাজে সম্পর্ক কি বাধা হবে? জেসুস অবশ্য বিষয়টিকে সমস্যা বলেই মনে করছেন না। কারণ, সিজারের ব্লগে তিনি বলেছেন, ‘নেইমারের সঙ্গে আমার কোনো সমস্যা নেই।’ তবে নেইমারের বিষয়ে কিছুটা যে রক্ষণশীলতা তার আছে, সেটা বোঝা গেছে অন্য মন্তব্যে, ‘কোনো দল বা ক্লাব একজন খেলোয়াড়ের ওপর নির্ভর করতে পারে না।’
সিবিএফ জেসুসকে কোচ বানানোর সিদ্ধান্ত নিতে গেলে নেইমারের সঙ্গে তার বাজে সম্পর্ককে কি আমলে নেবে? ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র সাংবাদিক দিওগো দান্তাসের প্রতিবেদনে কিন্তু এসবের কোনো বালাই নেই। তিনি জানিয়েছেন, আগামী সোমবার থেকে নতুন কোচ খোঁজার আনুষ্ঠানিকতা শুরু করবে সিবিএফ। সংস্থাটির প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজ এখনো কারও সঙ্গে যোগাযোগ করেননি। আগামী সপ্তাহে কথা বলবেন। সেই কথা কিংবা আলোচনায় বসাটা জেসুসের সঙ্গে হওয়ার সম্ভাবনাই বেশি। দান্তাস প্রতিবেদনে জানিয়েছেন, ‘সিবিএফে এবং ব্যাপারটির মধ্যস্থতাকারীদের মধ্যে যে আলোচনা, সেই বিচারে এ মুহূর্তে জেসুসই ফেবারিট
পর্তুগিজ কোচ প্রস্তাবের অপেক্ষায় আছেন এবং ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে এরই মধ্যে সবুজ সংকেত দিয়েছেন।’ শুধু তাই নয়, দান্তাস আরও জানিয়েছেন, জেসুসের ঘনিষ্ঠজন যাদের সিবিএফের সঙ্গেও যোগাযোগ আছে, তাদের দাবি পর্তুগিজ এই কোচের সঙ্গে চুক্তি নিয়ে মৌখিকভাবে অনেক কিছুই ঠিক হয়ে আছে। এখন সিবিএফ প্রেসিডেন্ট রদ্রিগেজকে শুধু আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করতে হবে জেসুসের প্রতি।