
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০১:৫২ এএম
ধোনির আগে নিয়মিতই ব্যাটিংয়ে নামছেন বোলাররা, কী বললেন কোচ?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ০১:২১ পিএম
-67ea426a6ef05.jpg)
চেন্নাই সুপার কিংসের অভিজ্ঞ ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি এবারের আইপিএলে ব্যাটিং অর্ডারে খেলছেন অনেক নিচে। ক্ষেত্রেবিশেষে বোলাররাও নামছেন তার আগে। এমন সব দৃশ্য ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। তবে দলের কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, ৪৩ বছর বয়সী ধোনি সতর্কভাবে নিজের শরীরের যত্ন নিচ্ছেন।
ধোনি তার ক্যারিয়ারে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন শেষ মুহূর্তের ব্যাটিংয়ে। কিন্তু এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৫০ রানের পরাজয়ের ম্যাচে তিনি নামেন নয় নম্বরে। এরপর রাজস্থান রয়্যালসের বিপক্ষে ছয় রানের ব্যবধানে হারের ম্যাচে ব্যাটিং করেন সাত নম্বরে।
চলতি মৌসুমে উইকেটকিপিংয়ে দুর্দান্ত ফর্মে থাকলেও, ব্যাট হাতে বেশি সময় কাটানো এখন তার জন্য কঠিন বলে জানিয়েছেন ফ্লেমিং। ২০২৩ সালে হাঁটুর অস্ত্রোপচারের পর ধোনি আগের মতো স্বচ্ছন্দে নড়াচড়া করতে পারেন না।
ফ্লেমিং বলেন, ‘এটি সময়ের ব্যাপার। এমএস নিজেই এটি ঠিক করেন। তার হাঁটু আগের মতো নেই, যদিও তিনি ভালোভাবেই নড়াচড়া করছেন। তবে এর মধ্যে ধকলও আছে। তিনি পরিস্থিতি বুঝে ব্যাটিংয়ে নামেন। ম্যাচের অবস্থা অনুযায়ী তিনি আগে নামতে পারেন, আবার অন্যদেরও সুযোগ দেন। সবকিছু তিনি ভারসাম্যের মধ্যে রাখছেন।’
বেঙ্গালুরুর বিপক্ষে ১৬ বলে অপরাজিত ৩০ রান ও রাজস্থানের বিপক্ষে ১১ বলে ১৬ রান করেছিলেন ধোনি। ফ্লেমিং মনে করেন, ধোনি যদি কয়েক ওভারও ব্যাট করেন, তবুও চেন্নাইয়ের জন্য তিনি অত্যন্ত মূল্যবান।
তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, তিনি আমাদের জন্য অনেক মূল্যবান – নেতৃত্ব ও উইকেটকিপিংয়ে। তাই তাকে ৯-১০ ওভার আগে ব্যাটিংয়ে পাঠানো কঠিন সিদ্ধান্ত। ১৩-১৪ ওভার থেকে তিনি ব্যাটিংয়ের কথা ভাবেন, নির্ভর করে ক্রিজে কে আছেন।’
আগামী শনিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে খেলবে চেন্নাই সুপার কিংস।