
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০২:২১ এএম
ঈদের শুভেচ্ছা জানিয়ে যা বললেন লিটন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১২:২৬ পিএম

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্য দিয়ে আজ বাংলাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। মুসলিমদের অন্যতম ধর্মীয় এ উৎসবে শুভেচ্ছা জানাচ্ছেন ক্রীড়া জগতের রথী মহারথীরা। এবার এ তালিকায় বাংলাদেশ তারকা লিটন দাসের নামও যোগ হলো।
তিনি স্ত্রী সন্তানসহ একটি ফেসবুক পোস্ট দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঈদের। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি গুরুত্বপূর্ণ বার্তাও। তিনি লিখেছেন, ‘ঈদ উদযাপনকারী সকলকে আমাদের পক্ষ থেকে ঈদ মোবারক। আশা করি এই উপলক্ষ আমাদের সকলকে অন্যদের প্রতি আরও নম্র এবং সহায়ক হতে সাহায্য করবে। একসাথে আমরা একটি শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে পারি।’
এর আগে তামিম ইকবালও শুভেচ্ছা জানিয়েছেন ঈদের। তিনি লিখেছেন, ‘আল্লাহ এবারের ঈদে আপনাকে স্বাস্থ্য, আনন্দ ও উন্নতি দান করুন। ঈদ মোবারক।’
বাফুফের ভিডিওবার্তায় জামাল ভূঁইয়া আর হামজা চৌধুরীও শুভেচ্ছা জানিয়েছেন ঈদের। হামজা বলেন, ‘আমি ও আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবাইকে ভালো রাখুন। ইনশা-আল্লাহ, শিগগিরই দেখা হবে।’
অন্যদিকে, অধিনায়ক জামাল ভূঁইয়াও বলেন, ‘ঈদ মোবারক। আশা করি সবাই পরিবারের সঙ্গে আনন্দ উপভোগ করছেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।’