
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৬:৪৮ এএম
ঈদের দিনে বাফুফের ভিডিও, কী বললেন জামাল-হামজা?

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১১:০৩ এএম

আজ পবিত্র ঈদুল ফিতর। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে উদযাপিত হচ্ছে মুসলিমদের অন্যতম বড় এই উৎসব। ঈদ উপলক্ষে জাতীয় পুরুষ ও নারী ফুটবল দলের খেলোয়াড়রা এখন আছেন ছুটিতে। পরিবারের সঙ্গে ছুটি উপভোগ করছেন সবাই।
সম্প্রতি জাতীয় দলে অভিষেক হওয়া হামজা চৌধুরী বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন এবং অধিনায়ক জামাল ভূঁইয়াও নিজের মতো করে ঈদ উদযাপন করছেন। তারা দুজনই দেশের ফুটবলপ্রেমীসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রকাশিত এক ভিডিও বার্তায় হামজা বলেন, ‘আমি ও আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবাইকে ভালো রাখুন। ইনশা-আল্লাহ, শিগগিরই দেখা হবে।’
অন্যদিকে, অধিনায়ক জামাল ভূঁইয়াও বলেন, ‘ঈদ মোবারক। আশা করি সবাই পরিবারের সঙ্গে আনন্দ উপভোগ করছেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।’
গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে জামাল না খেললেও খেলেছেন হামজা। তা ছিল আবার তার অভিষেক ম্যাচ।
সে ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন হামজা চৌধুরী। আগামী ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ, যেখানে হামজার ফেরার কথা রয়েছে। এ সময়ের মধ্যে অন্যান্য ফুটবলাররা ঘরোয়া লিগে খেলবেন।