
প্রিন্ট: ২১ এপ্রিল ২০২৫, ০৯:০৭ এএম
ছুটিতে কাবরেরা, ফেরার অপেক্ষায় বাটলার

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০২:৪২ পিএম

আরও পড়ুন
বাংলাদেশ নারী ও পুরুষ দুই ফুটবল দলের কোচই শেষ কিছু দিনে আলোচনার কেন্দ্রে এসেছেন। সে দুজন– পিটার বাটলার ও হাভিয়ের কাবরেরার দুজনই বর্তমানে অবস্থান করছেন দেশের বাইরে। সদ্য ছুটিতে গেছেন পুরুষ দলের কোচ হাভিয়ের কাবরেরা, এদিকে নারী দলের কোচ বাটলার ছুটি শেষে ফেরার অপেক্ষায় আছেন।
কাবরেরা অবশ্য ছুটিতে গেছেন একটু আগেই। বাংলাদেশ গেল ২৬ মার্চ ভারত থেকে দেশে ফিরেছে। এরপর দিনই কাবরেরা উড়াল দিয়েছেন স্বদেশ স্পেনের উদ্দেশে।
বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এখন অবসর সময় চলছে। ব্যস্ততা ফিরবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে। এরপর থেকে টানা দুই মাস চলবে ঘরোয়া ফুটবলের লড়াই।
তখন কাবরেরাকে থাকতে হবে বাংলাদেশে। ফিরে এসে তার সামনে দায়িত্ব থাকবে ১০ জুন সিঙ্গাপুর ম্যাচের জন্য পরিকল্পনা করার। তার আগে তাই ছুটিতে গেছেন তিনি।
যদিও ঘরোয়া ফুটবল দেখে দল গড়ার কিংবা ঘরোয়া ফুটবলারদের পারফর্মারদের দলে জায়গা না দেওয়ার জোর অভিযোগ আছে কাবরেরার বিরুদ্ধে। ঘরোয়া ফুটবলে দারুণ খেলা আল আমিনকে সবশেষ ম্যাচে এক মিনিটের জন্যও সুযোগ না দেওয়ার ফলে কাবরেরার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে ফুটবলাঙ্গন।
এদিকে বাংলাদেশ নারী ফুটবল দলও এশিয়ান কাপ বাছাইপর্ব খেলবে। আগামী মাসের প্রথম থেকেই এই লড়াইয়ের প্রস্তুতি শুরু হবে। ফুটবলারদের রিপোর্টিংয়ের জন্য বেধে দেওয়া হয়েছে ৬ এপ্রিল পর্যন্ত সময়। সেদিনই ইংল্যান্ড থেকে ফিরবেন কোচ পিটার বাটলার।