
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ১০:৪৮ পিএম
ক্রীড়াঙ্গন সংস্কারে তালগোল পাকিয়ে ফেলেছে জাতীয় ক্রীড়া পরিষদ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১২:২৪ পিএম

আরও পড়ুন
দেশের ক্রীড়াঙ্গনে সংস্কার করতে গিয়ে হযবরল অবস্থা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি)। গত শুক্রবার পর্যন্ত ২৬টি ক্রীড়া ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি দিয়েছে দেশের অভিভাবক সংস্থা। কিন্তু এই প্রজ্ঞাপন দিতে গিয়ে দেখা গেছে তাদের দুরবস্থা। সবশেষ উদাহরণ বাংলাদেশ আরচারি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ এক প্রজ্ঞাপনে আরচারির আগের কমিটি ভেঙে নতুন অ্যাডহক কমিটি গঠন করেছিল। সাধারণ সম্পাদক হিসাবে বহাল ছিলেন ২৩ বছর ধরে এই পদে থাকা কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। কয়েক ঘণ্টা পর সেই কমিটি বাতিল করে দুটি পরিবর্তন এনে আরেকটি কমিটি গঠন করে এনএসসি। সাধারণ সম্পাদকের পদ থেকে চপলকে সরিয়ে করা হয়েছে এক নম্বর সদস্য। আগে ঘোষিত কমিটিতে এক নম্বর সদস্য হিসাবে থাকা তানভির আহমেদকে করা হয় ‘সম্পাদক’। এই পদটির নাম সাধারণ সম্পাদক হলেও তানভিরের বেলায় উল্লেখ করা হয়েছে শুধু ‘সম্পাদক’, যা হাস্যরসের সৃষ্টি করেছে।
এর আগে ঘোষিত বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে গিয়ে চিঠিতে বিতর্কিত কমিটি হিসাবে উল্লেখ করে নতুন বিতর্কের জন্ম দিয়েছিল এনএসসি। গত ২৬ জানুয়ারি এক প্রজ্ঞাপনে এনএসসি জানিয়েছিল, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের বিদ্যমান কমিটির মাধ্যমেই দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করার অনুমতি দেওয়া হলো। অথচ, দুদিন পরই নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করে এনএসসি। সাত মাস অতিক্রম হলেও অর্ধেক কমিটি গঠন করতে পারেনি এনএসসি। যে কারণে ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের অনুকূলে অর্থ বরাদ্দ দিতে গিয়ে সমস্যায় পড়েছে দেশের ক্রীড়ার অভিভাবক সংস্থা।
ক্রীড়াঙ্গনে সংস্কারে ধীরগতি হওয়ায় ২০ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদ সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানাকে চিঠি দিয়ে ২০ এপ্রিলের মধ্যে বাকি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটি গঠন শেষ করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেয়। এই নির্দেশের পর আরও পাঁচ ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। তড়িঘড়ি করতে গিয়ে হয়তো প্রজ্ঞাপনে তালগোল পাকিয়ে ফেলেছে ক্রীড়া প্রশাসন। সার্চ কমিটির হাতে সময় আর তিন সপ্তাহ। ঈদের ছুটির পর সরকারি অফিস খুলবে ৬ এপ্রিল। তারপর হাতে থাকবে ১৫ দিন। এখনো কমিটি ঘোষণা বাকি ২৬ ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের।