
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৮:১৮ এএম
তাসকিনদের কোচ হয়ে ফিরতে পারেন ডোনাল্ডও

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১০:৪২ এএম

আরও পড়ুন
বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্সের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। তিনি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত স্বপদে বহাল থাকবেন।
পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের চুক্তির মেয়াদ ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে অ্যাডামসের কাজে সন্তুষ্ট নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এজন্য নতুন পেস বোলিং কোচ খুঁজছে বিসিবি। সেই তালিকায় রয়েছেন বাংলাদেশের পেস বোলিংয়ে পরিবর্তন আনা অ্যালান ডোনাল্ড। শন টেইট ও উমর গুলের নামও রয়েছে।
বাংলাদেশের টেস্ট বোলিংয়ে আমূল পরিবর্তন এনেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার ডোনাল্ড। তিনি এখনো বাংলাদেশের পেসারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন।
বিসিবিও তার আগের পারফরম্যান্স বিবেচনা করছে। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ডোনাল্ডের আগের পারফরম্যান্স এবং ক্রিকেটারদের চাহিদার কথা চিন্তা করে পেস বোলিং কোচ হিসাবে আবারও তাকে পেতে চায় বিসিবি।