
প্রিন্ট: ০২ এপ্রিল ২০২৫, ১২:৩৯ এএম
এমবাপ্পের জোড়া গোল, বার্সাকে চাপে রাখল রিয়াল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০৮:৫৫ এএম

আরও পড়ুন
কিলিয়ান এমবাপ্পে দুর্দান্ত ছন্দেই আছেন। এই সবশেষ ম্যাচেও করলেন দুই গোল। যার ফলে রিয়াল মাদ্রিদ লেগানেসকে ৩-২ ব্যবধানে হারিয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান ঘুচিয়ে ফেলেছে। সান্তিয়াগো বার্নাব্যুতে এক রোমাঞ্চকর ম্যাচে জয় পেয়ে কার্লো আনচেলত্তির দল বার্সার ওপর চাপ তৈরি করেছে।
আনচেলত্তি ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো গোয়েসকে বেঞ্চে রেখেছিলেন, কারণ তারা কয়েকদিন আগে জাতীয় দলের হয়ে খেলেছেন। এমবাপ্পে ও ব্রাহিম দিয়াজ আক্রমণভাগের দায়িত্ব নেন। ম্যাচের শুরুতেই রিয়ালকে এক বিতর্কিত পেনাল্টি দেওয়া হয়, যেখানে অস্কার রদ্রিগেজের সঙ্গে আর্দা গুলারের লড়াই হয়। এমবাপ্পে নিখুঁত ‘পানেঙ্কা’ শটে রিয়ালকে এগিয়ে নেন। তবে কয়েক সেকেন্ড পরেই ডিয়েগো গার্সিয়া গোল করে লেগানেসকে সমতায় ফেরান।
দিয়াজ গোলের কাছাকাছি গিয়েছিলেন, কিন্তু পরে তার বল হারানোর ফলে লেগানেস দ্বিতীয় গোল পায়। রদ্রিগেজ বল কেটে দেন রাবাকে, যিনি গোল করতে ভুল করেননি। রিয়াল পিছিয়ে পড়ে ২-১ গোলে।
বিরতির পর রিয়াল শক্তিশালী হয়ে ফিরে আসে। বেলিংহাম দিয়াজের শট ব্লক হওয়ার পর ফিরতি বল জালে জড়িয়ে দলকে সমতায় ফেরান। দিয়াজ একটি শট পোস্টে মারেন, এরপর আনচেলত্তি ভিনিসিয়ুস ও রদ্রিগোকে মাঠে নামান। অবশেষে ৭৬তম মিনিটে এমবাপ্পে তার ২২তম লিগ গোলটি করেন, যা রিয়ালকে এগিয়ে দেয়। আনচেলত্তি বলেন, ‘সে অনুশীলন করেছিল, এটি ভালোভাবে কাজে লাগিয়েছে এবং সে এটি চেষ্টা করতে চেয়েছিল।’
ম্যাচ শেষে কোচ আনচেলত্তি বলেন, ‘(এমবাপ্পে) পার্থক্য গড়ে দিচ্ছে এবং এটাই আমরা চাই।’
এমবাপ্পে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে ৩৩ গোল করেছেন। এটি রিয়ালের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদোর ২০০৯-১০ মৌসুমের প্রথম বছরের গোলসংখ্যার সমান। এমবাপ্পে বলেন, ‘এটা আমার জন্য খুবই বিশেষ... ক্রিশ্চিয়ানোর মতো একই সংখ্যক গোল পাওয়া সবসময় ভালো। আমরা জানি, তিনি রিয়াল মাদ্রিদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা কথা বলি, তিনি আমাকে অনেক পরামর্শ দেন, তিনি অনেক গোল করেছেন - কিন্তু আমাদের এখানে ট্রফি জিততে হবে।’