
প্রিন্ট: ০২ এপ্রিল ২০২৫, ১২:৩৩ এএম
নেইমার-ভিনিদের কোচ হওয়ার দৌড়ে আছেন যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৯:৫৮ পিএম

কার্লো আনচেলত্তি ও জর্জি জেসুস
আরও পড়ুন
আর্জেন্টিনার কাছে এক হালি গোল হজম করে টালমাটাল ব্রাজিল ফুটবল। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আলবিসেলেস্তেদের কাছে ১-৪ গোলে হারের পরই কোচ দরিভাল জুনিয়রকে ছাঁটাই করেছে ব্রাজিল। এখন ব্রাজিলের নতুন কোচ কে হবেন, তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবর, নেইমার-ভিনিদের কোচ হওয়ার দৌড়ে এখন কার্লো আনচেলত্তি ও জর্জি জেজুস এগিয়ে রয়েছেন। আনচেলত্তি অবশ্য বেশ আগে থেকেই ব্রাজিলের পুরোনো টার্গেট। দরিভালের আগেও তাকে নিয়োগ দিতে চেয়েছিল ব্রাজিল। তবে শেষ পর্যন্ত আনচেলত্তি রিয়াল মাদ্রিদে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।
এখন দরিভালকে বিদায় জানানোর পর ফের আনচেলত্তিকে পেতে উঠেপড়ে লেগেছে ব্রাজিল। চলতি মৌসুমই ইতালিয়ান এই কোচের রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষ হবে, এমন গুঞ্জনও জোরালো। যদিও তার চুক্তি ২০২৬ পর্যন্ত। তবে শাবি আলোন্সোকে কোচের দায়িত্ব দেবে ইউরোপের সফলতম ক্লাবটি, এমন আলোচনা আছে।
কিছু সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নেইমারদের কোচ হওয়ার দৌড়ে আনচেলত্তির চেয়েও এগিয়ে জর্জি জেজুসই। বিশেষ করে ইএসপিএন ব্রাজিলের খবর, পর্তুগিজ এই কোচই এখন ফেভারিট।
৭০ বছর বয়সী কোচ ২০২৩ সাল খেকে দায়িত্বে আছেন সৌদি আরবের ক্লাব আল হিলালের। প্রায় ৩৫ বছরের সুদীর্ঘ কোচিং ক্যারিয়ারে ১৮টির মতো দলের কোচ ছিলেন তিনি। খানিকটা সংযোগ আছে ব্রাজিলের সঙ্গেও। তার কোচিংয়ে ২০১৯ সালে কোপা লিবের্তাদোরেস জিতেছিল ফ্লামেঙ্গো। তার এক বছরের দায়িত্বে পাঁচটি ট্রফি জিতেছিল ব্রাজিলিয়ান ক্লাবটি। ৫৭ ম্যাচের মধ্যে জিতেছিল ৪৩টিতেই।