রোনালদোকে আর না, এবার সুযোগ অন্য কাউকে দেওয়া উচিত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৭:২৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালকে ইউরো এবং নেশনস লিগ জিতিয়েছেন। তবে বিশ্বকাপ এখনো তার অধরাই রয়ে গেছে। ৪০ বছর বয়সে পৌঁছে সময় ফুরিয়ে আসছে আল-নাসরের এই তারকার। অনেকেই মনে করেন, তার শীর্ষ পর্যায়ে খেলার ক্ষমতা কমে যাচ্ছে। সাবেক ফুটবলার ও বিশ্লেষকরা মনে করছেন, রোনালদোর জায়গায় এখন নতুন কাউকে সুযোগ দেওয়া উচিত।
সাবেক জার্মান মিডফিল্ডার ডিয়েটমার হামান বলেন, ‘রোনালদোর প্রভাব গত ইউরোতে খুব সীমিত ছিল। এই বিশ্বকাপে তার বয়স আরও এক বছর বেড়ে যাবে। তিনি এখনো গোল করেন, তবে পর্তুগালের গনসালো রামোসের মতো ভালো স্ট্রাইকার আছে, যে সুযোগই পাচ্ছে না। আমার মনে হয়, এখন অন্য কারও সুযোগ পাওয়া উচিত।’
অনেকেই মনে করেন, রোনালদো দলে থাকায় তরুণ খেলোয়াড়দের উন্নতির সুযোগ কমে যাচ্ছে। কোচ রবার্তো মার্টিনেজের জন্য বড় চ্যালেঞ্জ হলো, ২০২৬ বিশ্বকাপে সেরা দল বেছে নেওয়া। তখন রোনালদোর বয়স হবে ৪১।
তবে রোনালদো এখনই অবসরের কোনো ইঙ্গিত দেননি। সম্প্রতি তিনি ১৩২টি আন্তর্জাতিক জয়ের রেকর্ড গড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছেন। নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে ৫-২ গোলে জয়ের ম্যাচে তিনি গোলও করেন, যদিও একটি পেনাল্টি মিস করেছিলেন। এখন দেখার বিষয়, পর্তুগাল দলে তার ভবিষ্যৎ কী হয়।
