
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৭:৩৭ পিএম
আর্সেনাল ম্যাচে নিষিদ্ধ হওয়ার শঙ্কা ভিনি-এমবাপ্পের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৭:২০ পিএম
-67e7f3a0112bb.jpg)
আরও পড়ুন
উয়েফা চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব ১৬-তে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রিয়াল মাদ্রিদের নাটকীয় জয়ের পর কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, আন্তোনিও রুডিগার ও দানি সেবাইয়োসের আচরণ নিয়ে তদন্ত শুরু করেছে উয়েফা।
রিয়াল মাদ্রিদের এই চার খেলোয়াড়ের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে। বিশেষ করে রুডিগার গলার দিকে হাত দিয়ে একটি ইঙ্গিত করেন, যা অ্যাটলেটিকো সমর্থকদের উদ্দেশে করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, এমবাপ্পেও অশোভন অঙ্গভঙ্গি করেছেন।
উয়েফার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘উয়েফার নৈতিকতা ও শৃঙ্খলা পরিদর্শক নিয়োগ করা হয়েছে, যারা রিয়াল মাদ্রিদের খেলোয়াড় আন্তোনিও রুডিগার, কিলিয়ান এমবাপ্পে, দানি সেবাইয়োস এবং ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করবেন।’
এর আগেও এমন ধরনের ঘটনার জন্য শাস্তি দেওয়া হয়েছে। ইউরো ২০২৪-এ ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহাম একই ধরনের অঙ্গভঙ্গির জন্য ৩০ হাজার ইউরো জরিমানা ও এক ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা পেয়েছিলেন। ২০১৯ সালে আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে একই কাজ করে ২০ হাজার ইউরো জরিমানা গুনেছিলেন।
রিয়াল মাদ্রিদ উয়েফার সিদ্ধান্তের অপেক্ষায় আছে। যদি এমবাপ্পে, ভিনিসিয়ুস, রুডিগার বা সেবাইয়োসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, তাহলে আগামী ৮ এপ্রিল আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তাদের অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা হতে পারে।