
প্রিন্ট: ০২ এপ্রিল ২০২৫, ০১:০৫ এএম
৪ বছরের জেল হতে পারে আনচেলত্তির!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৫:৫৪ পিএম

আরও পড়ুন
রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি কর ফাঁকির অভিযোগে চার বছরের জেলের মুখোমুখি হতে পারেন। স্পেনের কর দপ্তর দাবি করেছে, ২০১৪ থেকে ২০১৫ সালের মধ্যে রিয়াল মাদ্রিদে তার প্রথম মেয়াদে তিনি আয়ের সঠিক তথ্য দেননি।
আনচেলত্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রায় ৮ লাখ ৩৩ হাজার পাউন্ড কর ফাঁকি দিয়েছেন। আগামী ২ এপ্রিল তাকে আদালতে হাজির হতে হবে। আগের দিনই কোপা দেল রে-র সেমিফাইনালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। এর মাত্র ছয় দিন পর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে দলটি।
৬৫ বছর বয়সী আনচেলত্তি অবশ্য কোনো ধরনের অন্যায় করার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি স্বীকার করেছেন, ২০১৪ সালে কর দিতে কিছু সমস্যা হয়েছিল। তবে এজন্য তার হিসাবরক্ষকদের ভুলকে দায়ী করেছেন।
তিনি দাবি করেছেন, স্পেনে ১৮৩ দিনের কম সময় কাটানোর কারণে তার কর দেওয়ার প্রয়োজন ছিল না। কিন্তু প্রসিকিউশন বলছে, সেই সময়ে তার আয়ের প্রধান উৎস ছিল রিয়াল মাদ্রিদ, কারণ তিনি ২০১৬ সালের ডিসেম্বরে বায়ার্ন মিউনিখের দায়িত্ব নেন।
যদি দোষী প্রমাণিত হন, তবে আনচেলত্তি চার বছরের কারাদণ্ড পেতে পারেন। তবে তিনি আত্মবিশ্বাসী যে, আদালত তাকে নির্দোষ প্রমাণ করবে।
এ প্রসঙ্গে আনচেলত্তি বলেছেন, ‘এটি পুরনো একটি বিষয়। প্রসিকিউশন মনে করে আমি ২০১৫ সালে স্পেনের বাসিন্দা ছিলাম, কিন্তু আমি তা মনে করি না। জরিমানা ইতোমধ্যেই পরিশোধ করা হয়েছে এবং বিষয়টি আমার আইনজীবীদের হাতে। আমি নিশ্চিত, আমি নির্দোষ। এখন বিচারক কী সিদ্ধান্ত নেন, তা দেখার অপেক্ষা।’
স্পেনের ফুটবলে কর সংক্রান্ত কেলেঙ্কারি নতুন কিছু নয়। লিওনেল মেসি ও তার বাবা হোর্হে মেসিও কর ফাঁকির দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে তারা ৩৪ লাখ পাউন্ড কর ফাঁকি দিয়েছিলেন।
২০১৬ সালে মেসি কর ফাঁকির জন্য ২১ মাসের জেল সাজা পেলেও, পরে ২ লাখ ২৩ হাজার পাউন্ড জরিমানা দিয়ে মুক্তি পান।