
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৯:১৩ এএম
বিপিএলের সেই সতীর্থ এখন লিটনের কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৫:৪৪ পিএম

ছবি: সংগৃহীত
লিটন দাসের সঙ্গে সেবার ড্রেসিংরুম ভাগাভাগি করেছিলেন। খেলেছিলেন একসঙ্গে। রাজশাহী রয়্যালসকে ২০১৯-২০ মৌসুমের বিপিএল শিরোপাও জিতিয়েছিলেন রবি বোপারা। লিটনের সেই সতীর্থ এখন পুরোদস্তর কোচ। পাকিস্তান সুপার লিগের করাচি কিংসের দায়িত্ব নিয়েছেন। এই দলের হয়েই আসর মাতাবেন লিটন।
ইংলিশ এই অলরাউন্ডার করাচির হয়ে একসময় খেলেছিলেন। এবার পেয়েছেন কোচিংয়ের দায়িত্ব। এরআগে এত বড় পর্যায়ে কোচিংয়ের দায়িত্ব আসেনি বোপারার। করাচির সহকারী কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ মাসরুর।
পিএসএলে দলটিতে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত দলের ক্রিকেটার ছিলেন বোপারা। ২০১৬ সালে দলের অধিনায়কও ছিলেন। পরে কোচিংয়ে যোগ দেন। ২০২৩ সালে ব্যাটিং কোচ হিসেবে কাজ করার পর ২০২৪ সালে সহকারী কোচের দায়িত্ব পালন করেন। আর এবার তিনি প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
৩৯ বর্ষী বোপারাকে নিয়ে আশাবাদী করাচির মালিক সালমান ইকবাল, ‘করাচি কিংসে খেলোয়াড় থেকে কোচিং স্টাফ হওয়ার যাত্রা তার, ফ্র্যাঞ্চাইজিটির কমিটমেন্ট রেখেছেন। আমরা তার নেতৃত্ব গুণ নিয়ে আত্মবিশ্বাসী, তিনি স্কোয়াডে শক্তি নিয়ে আসবেন।’
২০০৭ থেকে ২০১৫ সালে ইংল্যান্ডের হয়ে খেলেছেন বোপারা। ইংলিশদের জার্সিতে ১৩ টেস্ট, ১২০ ওয়ানডে ও ৩৮টি টি-টোয়েন্টি খেলেছেন। ছোট ফরম্যাটের ক্রিকেটে বোপারা খেলেছেন বিশ্বজুড়ে।