
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৩:০৩ এএম
আইপিএলের দেখানো পথেই হাঁটবে আইসিসি!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০২:২৭ পিএম

ছবি: সংগৃহীত
করোনা মহামারির সময়ে বলে থুতু ব্যবহার নিষিদ্ধ করেছিল আইসিসি। সেই নিয়ম এখনও চলছে। পেসাররা বিষয়টি মানতে পারছেন না। স্পিনারদেরও জোর আপত্তি। নিষিদ্ধ ওই নিয়মটি এবার উঠিয়ে দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। সেই পথেই হাঁটতে যাচ্ছে আইসিসি। অর্থাৎ আইপিএলের পর বলে থুতু লাগানোর বাধা থাকবে না আন্তর্জাতিক ক্রিকেটেও।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির সূত্রের বরাতে সংবাদ প্রতিদিন জানিয়েছে, খুব শিঘ্রই বিষয়টি খাতা-কলমে পাশ হবে। আইসিসির ক্রিকেট কমিটি এই বিষয়ে অনুমোদন দিয়ে দিয়েছে। এবার কমিটির সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে আইসিসির চিফ এগজিকিউটিভ কমিটিতে। এরপর চূড়ান্ত হবে সিদ্ধান্ত।
ভারতের গণমাধ্যমটি জানিয়েছে, চলতি সপ্তাহে দুবাইয়ে আইসিসি ক্রিকেট কমিটির বৈঠক বসে। দুই দিনের সেই বৈঠকে লালা লাগানোর সিদ্ধান্ত ছাড়াও আসবে কয়েকটি নিয়মের বদল। কমিটির সদস্যদের অনেকেরই মনে হয়েছিল, বলে থুতু লাগানোর বিষয়টি আগের সেই নিয়ম ফিরিয়ে আনা হোক।
এপ্রিলে বসবে কমিটির আরেকটি বৈঠক। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন পেলেই ফের লালা ব্যবহারের পুরনো ছবি ফিরবে ক্রিকেট মাঠে। মোহাম্মদ শামি-তাসকিন আহমেদদের সুদিন তবে ফিরল বলে!