
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ১১:৫৮ পিএম
পাকিস্তানের মতোই খেলল ‘পাকিস্তান’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১২:৩৪ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
ফরম্যাট বদলালেও ভাগ্যে বদল আসল না পাকিস্তানের। বোলিংয়ে সেই যাচ্ছেতাই দিন, ব্যাটিংয়েও পুরোনো দশা। বড় লক্ষ্যে মোহাম্মদ রিজওয়ানদের টপ অর্ডার লড়লেও, নিউজিল্যান্ডের বিপক্ষে ডুবিয়েছে মিডল ও লোয়ার অর্ডার। হারের বৃত্তও কাটেনি সফরকারীদের।
নেপিয়ারে টস জিতে বোলিং নেওয়াই যেন ভুল ছিল পাকিস্তানের। ওভারপ্রতি প্রায় ৭ এর মতো করে রান নিয়েছে কিউইরা। ৯ উইকেট হারানোর দিনে জমা করেছে ৩৪৪ রান। জবাবে পাকিস্তান পঞ্চাশ ওভার খেলতে পারেনি। সব উইকেট হারিয়ে থেমেছে ২৭১ রানে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পিছিয়ে পড়েছে ১-০ তে।
কিউই সফরে ভাগ্য বড্ড বেয়াড়াপনায় মেতেছে পাকিস্তানের। টি-টোয়েন্টি সিরিজে পাঁচ ম্যাচের চারটিতেই খেতে হয়েছে নাকানিচুবানি। ওয়ানডে শুরুর আগে হুংকার এসেছিল অনেকটা এমন, ‘ছোট ফরম্যাটে পারিনি তো কি, এবার দেখিয়ে দেব।’ কিন্তু উল্টো ফল পেয়েছে পাকিস্তান। দলে সিনিয়র খেলোয়াড়েরা ঢুকেছে, অধিনায়কও এসেছে। তবে পাকিস্তানের বদল হয়নি।
৭৩ রানের এই হারে পাকিস্তান দায় চাপাতে পারে বোলারদের দিকে। তাদের খাপছাড়া বোলিংয়ের সুযোগেই মারমুখী হয়েছে নিউজিল্যান্ড। তবে শুরুটা সফরকারীরা ভালো করেছিল। কিন্তু মিডলে ধুঁকেছে। উইল ইয়ং (১), নিক কেলি (১৫) ও হেনরি নিকোলস (১১) দ্রুত ফেরার পর দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন মার্ক চাপম্যান। তার সঙ্গে দুটি ফিফটি এনেছেন মাঝের দিকে ব্যাট করা ড্যারিল মিচেল (৭৬) মোহাম্মদ আব্বাস (৫২)। ১১১ বলে ১৩২ রান করেছেন চাপম্যান।
৯ উইকেট হারানোর দিনে সফল বলতে হারিস রউফই ছিলেন। রানবন্যার দিনে ১০ ওভারে খরচ করেছেন মোটে ৩৮ রান। নিয়েছেন দুটি উইকেট। ৫৫ রান খরচা করে আকিব জাভেদ নিয়েছেন ২টি উইকেট। ৫ ওভারে ৫১ রান দেওয়া ইরফান খান পেয়েছেন সর্বোচ্চ তিনটি উইকেট।
পাকিস্তানের টপ অর্ডারের সঙ্গে লড়তে হলেও মিডল ও লোয়ার অর্ডারে ধাক্কা দিয়েছিল কিউই বোলাররা। নাথান স্মিথ ৬০ রানে নিয়েছেন ৪ উইকেট। দুটি নিয়েছেন জ্যাকব ডাফি। অভিষেক হওয়া আব্বাস ফিরিয়েছেন পাকিস্তানের অধিনায়ক রিজওয়ানকে।
পাকিস্তানের শুরুটা অবশ্য দারুণ হয়েছিল। আব্দুল্লাহ শফিকে ৩৬, উসমান খানের ৩৯ রানের পর তিনে নেমে বাবর আজম খেলেন ৭৮ রানের ইনিংস। রিজওয়ান করেছেন ৩০ রান এবং সালমান আগা ৫৮। ২৪৯ রান পর্যন্ত ৩ উইকেট নিয়ে খেলা পাকিস্তান ২২ রান তুলতে হারিয়েছে বাকি উইকেট। ২২ ওভার ও ৭ উইকেট হাতে রেখেও পারেনি পাকিস্তান। হঠাৎ ধসে হারটাও এসেছে বড়।