
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ০৮:০৯ পিএম
‘ঘরের শত্রু বিভীষণ’ নিউজিল্যান্ডের বিপক্ষে টের পেল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৯:০০ এএম
-67e76264156ac.jpg)
ছবি:সংগৃহীত
আরও পড়ুন
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাত্তাই পায়নি পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে ৪-১ ব্যবধানে। এমন হারের পর ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে দলটি। তবে সেটাও এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে।
প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়েছে কিউইরা। মার্ক চাপম্যানের পর শেষ দিকে পাকিস্তানি বংশোদ্ভূত মোহাম্মদ আব্বাস ব্যাট হাতে যেই তাণ্ডব চালিয়েছেন, তাতে পুরনো সেই প্রবাদটাই হয়তো মনে আসবে আপনার ঘরের শত্রু বিভীষণ। আর তাতেই কঠিন চাপে পাকিস্তান। ম্যাচ জিততে করতে হবে ৩৪৫ রান।
ন্যাপিয়ারে এদিন টস জিতে স্বাগতিকদের ব্যাট করতে পাঠায় পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। অধিনায়কের সিদ্ধান্তকে সফল করেন বোলাররা। ৫০ রানের মধ্যেই ৩ উইকেট হারায় স্বাগতিকরা।
তবে এরপর পাশার দান পাল্টে দিয়েছেন চাপম্যান ও ড্যারিল মিচেল জুটি। দুজনে দলকে নিয়ে যান ২৪৯ রানে। ৮৪ বলে ৭৪ রান করে সাজঘরে ফেরেন মিচেল। তবে সেঞ্চুরি তুলতে অসুবিধা হয়নি চাপম্যানের। ১১১ বলে ১৩২ রান আসে তার ব্যাট থেকে। এই দুই ব্যাটার ফেরার পর দ্রুত উইকেট হারাতে থাকে কিউইরা। তবে মোহাম্মদ আব্বাস এসে ব্যাট হাতে তাণ্ডব চালান তার দেশের বোলারদের ওপরই।
৩ ছক্কা ও ৩ চারে ২৬ বলে করেন ৫২ রান। আর তাতেই সাড়ে তিনশ ছুঁইছুঁই টার্গেট নিউজিল্যান্ডের।