
প্রিন্ট: ০৭ এপ্রিল ২০২৫, ০৮:০০ এএম
ব্রাজিলের কোচ হওয়া নিয়ে যা বললেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৮:৩২ এএম
-67e75bb06db5b.jpg)
ছবি:সংগৃহীত
আরও পড়ুন
ফুটবলের রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এখন যা তা অবস্থা। সবশেষ আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর তো চাকরিটাও হারাতে হয়েছে কোচ দরিভাল জুনিয়রকে। এই অবস্থায় বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলের পরবর্তী কোচ হবেন কে। ব্রাজিলকে সাফল্য এনে দিতে পারে এমন কোচ কি খুঁজে পাবে সেলেসাওরা।
গত কিছুদিন ধরেই ব্রাজিলের কোচ হওয়ার কথা শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির। বলা হচ্ছে আগেরবার তিনি শেষ পর্যন্ত কোচ হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলেও এবার তিনি ব্রাজিলের দায়িত্ব নেবেন। আর তার ছোঁয়ায় বদলে যাবে ব্রাজিল দলের চেহারা। বিশ্ব মঞ্চে সাফল্য পাবে ব্রাজিল।
তবে যাকে নিয়ে এত আলোচনা সেই আনচেলত্তির ভাবনাটাই সবার আগে। তিনি কী ভাবছেন ব্রাজিলের কোচ হওয়া নিয়ে। তাকে কি কোনো প্রস্তাব দেওয়া হয়েছে ব্রাজিলের পক্ষ থেকে।
স্প্যানিশ চ্যাম্পিয়নশিপে লেগানেসের বিপক্ষে নামার আগে যা নিয়ে আনচেলত্তি বলেন, ‘আমি ব্রাজিলের প্রশংসা করি। কিন্তু তাদের কেউ এখন পর্যন্ত যোগাযোগ করেনি, ফেডারেশন কিংবা আমি নিজেও কথা বলিনি কারও সঙ্গে। আমার পুরো মনোযোগই এখন রিয়াল মাদ্রিদের প্রতি। একটি বিষয় পরিষ্কার যে রিয়ালের সঙ্গে আমার চুক্তি আছে এবং তাদের হয়ে শিরোপা জেতায় ফোকাস রাখছি। আমাদের গুরুত্বপূর্ণ লক্ষ্য আছে এখানে।’
ইতালিয়ান এই মাস্টারমাইন্ড আরও বলেন, ‘ব্রাজিলের সমর্থক ও খেলোয়াড়দের জন্য আমার অনেক টান রয়েছে।’
রোনালদো নাজারিও’র সঙ্গে ব্রাজিলের কোচ হওয়া নিয়ে তার কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে খ্যাতনামা এই কোচ বলেন, ‘ব্রাজিলকে কোচিং করানোর বিষয়ে রোনালদোর সঙ্গে আমার কথা হয়েছে এমন কিছু স্মরণে নেই। আমাদের দেখা হয়েছিল এবং আমরা অনেক বিষয়ে কথা বলেছি, কিন্তু সেখানে এমন কিছু ছিল না।’