
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০২:৩৭ এএম
আমরা বোনাস পাওয়ার যোগ্য নই: গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৯:১০ পিএম

আরও পড়ুন
ম্যানচেস্টার সিটির ম্যানেজার পেপ গার্দিওলা বলেছেন, তার দল এই মৌসুমে কোনো বোনাস পাওয়ার যোগ্য নয়, এমনকি তারা ক্লাব বিশ্বকাপ জিতলেও না।
সিটি এখন প্রিমিয়ার লিগের পঞ্চম স্থানে রয়েছে। তারা চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ কাপ থেকে বাদ পড়েছে।
গার্দিওলার দল আগের চার মৌসুম ধরে ইংল্যান্ডের লিগ চ্যাম্পিয়ন ছিল। তবে এবার তারা বড় কোনো ট্রফি ছাড়াই মৌসুম শেষ করতে পারে। শেষ আশা হিসেবে এফএ কাপ রয়ে গেছে, যেখানে তারা কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথের বিপক্ষে খেলবে রবিবার।
জুন-জুলাইয়ে ক্লাব বিশ্বকাপ এবং এফএ কাপ জিতলেও সিটির পারফরম্যান্স নিয়ে গার্দিওলা সন্তুষ্ট নন। তিনি মনে করেন, তার দল এতটাই খারাপ খেলেছে যে তারা কোনো বোনাস পাওয়ার যোগ্য নয়।
ফিফা ঘোষণা দিয়েছে, ক্লাব বিশ্বকাপ বিজয়ী দল ১২৫ মিলিয়ন ডলার পর্যন্ত প্রাইজমানি পেতে পারে। ৩২টি দলের জন্য মোট এক বিলিয়ন ডলারের অর্থ বরাদ্দ রয়েছে।
গার্দিওলা শুক্রবার সাংবাদিকদের বলেছেন, ‘আমরা এটার যোগ্য নই। এই মৌসুমে আমরা কোনো বোনাস পাওয়ার যোগ্য নই। যদি জিতেও যাই, জানি না কত টাকা পাব, তবে তা ক্লাবের জন্যই। ম্যানেজার, খেলোয়াড়, কোচিং স্টাফ—আমরা কেউই এটা পাওয়ার যোগ্য না। এমনকি একটা ঘড়িও না।’