
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০১:০৯ এএম
নিজের ভুলে ভারতকে হারানো হলো না, আফসোসের শেষ নেই হৃদয়ের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৬:৪২ পিএম

আরও পড়ুন
ভারতের মাটিতেই ভারতের টুঁটি চেপে ধরেছিল বাংলাদেশ। মাঝমাঠের দখল ছিল দলের কাছে, স্রেফ আক্রমণভাগ অমন ভোঁতা না হলেই কাজটা হয়ে যেত সফরকারীদের। সে ম্যাচে অনেকগুলো সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ, সবচেয়ে সহজ সুযোগটা বোধ হয় ছিল মোহাম্মদ হৃদয়ের। সে কারণে আফসোসের শেষ নেই তার।
১২তম মিনিটে এসেছিল সুযোগটা। ভারত গোলরক্ষক বিশাল কাইথ শুরু থেকেই ছিলেন বেশ নড়বড়ে। তার ভুলে ১২ মিনিটে ফাঁকায় সুযোগ পেয়ে যায় বাংলাদেশ।
বিশাল ক্লিয়ার করতে গিয়ে বলটা মারেন শাকিল আহাদ তপুর গায়ে, এরপর তা চলে আসে ফাঁকা বারের সামনে থাকা হৃদয়ের কাছে। সেখান থেকে বলটা লক্ষ্যে রাখতে পারলেই গোল পেত বাংলাদেশ। তবে তার শটটা এতটাই দুর্বল ছিল যে তা শুভাশিস বোস ক্লিয়ার করেন অনায়াসেই।
তা নিয়ে আক্ষেপের অন্ত নেই হৃদয়ের। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি ভাবিনি যে ওই পরিস্থিতিতে বল পেয়ে যাব। সেখানে মাথা ঠাণ্ডা রেখে, নিজেকে সংযত রাখা দরকার ছিল আমার, এরপর ফিনিশিং করা উচিত ছিল। আমি ঠিকভাবে শটটা নিতে পারিনি। সে কারণে সুযোগটা মিস হলো।’
তিনি আরও বলেন, ‘আমরা শুরু থেকেই সুযোগ তৈরি করে ভালো শুরু করেছিলাম। আমি যদি সেই সময়ে গোলটি করতে পারতাম, তবে এটি দলের জন্য আরও ভালো হতে পারত, হয়তো তিনটি পয়েন্ট নিয়ে বাড়ি ফিরতে পারতাম। তাই, আমি সেই সুযোগটি মিস করার জন্য অনুতপ্ত।’
সে ম্যাচে জিতলে গ্রুপেও নিজেদের অবস্থান শক্ত হতো। তাই আফসোস কেবল বাড়েই হৃদয়ের। তিনি বলেন, ‘আমরা যদি তিন পয়েন্ট পেতাম, তাহলে গ্রুপে আমাদের অবস্থান ভালো থাকত কারণ অন্য ম্যাচটিও তো ড্র হয়েছিল।’
এবার হৃদয় তাকাতে চাইলেন সামনের দিকে। এশিয়ান কাপ বাছাইপর্বের বাকি ম্যাচগুলোয় কী লক্ষ্য, তা ঠিক করে নিয়েছেন মনে মনে। তিনি বলেন, ‘আমাদের পরবর্তী লক্ষ্য হল ভারতের বিপক্ষে ম্যাচসহ ঘরের ম্যাচগুলোতে তিনটি পয়েন্ট নিশ্চিত করা।’