
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০১:২৪ এএম
তামিমের ধূমপানের খবর ফাঁস করে দুঃখপ্রকাশ সেই চিকিৎসকের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৫:২৭ পিএম

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে রীতিমতো বোমা ফাটিয়ে বসেছিলেন এভারকেয়ার হাসপাতালের কার্ডিয়াক বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবউদ্দিন তালুকদার। প্রকাশ্যে এনে দিয়েছিলেন তামিম ইকবালের ধূমপানের অভ্যাস।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে এরপর থেকে আলোচনা চলছে তো চলছেই। সে আলোচনার সূত্রপাত ঘটানোর এক দিন পর অবশেষে বিষয়টা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন শাহাবউদ্দিন।
তামিম আজ চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। দুই দিন তত্ত্বাবধানে রাখার পর আজ দুপুরে তাকে ছাড়পত্র দেয় এভারকেয়ার কর্তৃপক্ষ।
এরপর সংবাদ সম্মেলনে এসেছিলেন শাহাবউদ্দিন। সেখানে তিনি তামিমের পরিস্থিতির কথা জানান প্রথমে। তিনি বলেন, ‘তামিম এখন স্থিতিশীল। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। কিছু ওষুধ, জীবনযাত্রায় পরিবর্তন এবং পুনর্বাসন প্রক্রিয়ার নির্দেশনা দিয়ে তাকে বাসায় ফেরার অনুমতি দেওয়া হয়েছে। চিকিৎসার পুরো প্রক্রিয়ায় তিনি আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন। আশা করছি, নিয়ম মেনে চললে দ্রুতই সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন।’
এরপর উঠে আসে গতকাল তামিমের ধূমপানের বিষয়টি জনসম্মুখে আনার ইস্যুও। শাহাবউদ্দিন জানান, ভুলবশত তামিমের নাম বলে ফেলেছিলেন তিনি। সেজন্য আজ তিনি নিজের ভুল স্বীকার করে নেন, এবং দুঃখও প্রকাশ করেন।
তিনি বলেন, ‘গতকাল তামিমের শারীরিক অবস্থা বর্ণনা করতে গিয়ে হৃদ্রোগের ঝুঁকি হিসেবে ধূমপানের প্রসঙ্গ এসেছে। এখানে তামিমের নামটা ভুলবশত জড়ানোর জন্য আমি দুঃখিত।’