
প্রিন্ট: ৩১ মার্চ ২০২৫, ০৪:৩৬ পিএম
ঘোষণা দিয়ে সিটি আর চেলসিকে বিশেষ সুবিধা দিচ্ছে প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৪:৫৮ পিএম

আরও পড়ুন
আসছে গ্রীষ্মে প্রিমিয়ার লিগে দুটি ট্রান্সফার উইন্ডো থাকবে। কারণ ম্যানচেস্টার সিটি ও চেলসি ক্লাব বিশ্বকাপের জন্য খেলোয়াড় নিবন্ধন করতে পারবে।
ইংল্যান্ডের শীর্ষ লিগের দলগুলো ১ জুন থেকে ১০ জুনের মধ্যে বিশেষ ট্রান্সফার উইন্ডোতে খেলোয়াড় কিনতে ও বিক্রি করতে পারবে। ফিফা গত অক্টোবরে এই নিয়ম অনুমোদন করেছে। যেসব দেশের দল নতুন বিস্তৃত ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছে, তারা এই বিশেষ নিবন্ধন সুবিধা পাবে।
ক্লাব বিশ্বকাপ শুরু হবে ১৪ জুন, যুক্তরাষ্ট্রে। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল সর্বোচ্চ ১২৫ মিলিয়ন ডলার পেতে পারে। মোট ৩২টি দল মিলিয়ে এক বিলিয়ন ডলার প্রাইজমানি থাকবে।
২০২১ ও ২০২৩ সালে চ্যাম্পিয়নস লিগ জেতায় ইংল্যান্ডের প্রতিনিধি হিসেবে চেলসি ও ম্যানচেস্টার সিটি এই টুর্নামেন্টে খেলবে।
বিশেষ ট্রান্সফার উইন্ডোর সুবিধা নিয়ে রিয়াল মাদ্রিদ লিভারপুলের ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে চুক্তি শেষ হওয়ার আগেই দলে নিতে পারে। ৩০ জুন তার চুক্তি শেষ হবে, তবে গুঞ্জন রয়েছে যে তিনি ফ্রি ট্রান্সফারে রিয়ালে যোগ দিতে পারেন।
ফিফার নিয়ম অনুযায়ী, অফ-সিজন ট্রান্সফার উইন্ডো সর্বোচ্চ ১২ সপ্তাহ চলতে পারে। তাই প্রিমিয়ার লিগের সাধারণ উইন্ডো ১১ থেকে ১৫ জুন বন্ধ থাকবে। এরপর ১৬ জুন আবার শুরু হয়ে ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।