
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ১২:৩৬ এএম
‘ফিফার নিয়ম ভেঙে’ জিতেছে বার্সা, তদন্তে নামছে প্রতিপক্ষ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৪:১২ পিএম

বার্সেলোনা লা লিগায় ওসাসুনাকে ৩-০ গোলে হারিয়েছে বৃহস্পতিবার রাতে। তবে এই জয়ের পরও স্বস্তিতে নেই দলটা। তারা এই জয় থেকে পাওয়া তিন পয়েন্ট হারিয়ে ফেলতে পারে।
তাদের এই শঙ্কার কারণ ওসাসুনা। ক্লাবটি অভিযোগ তুলেছে যে বার্সেলোনা ফিফার নিয়ম ভেঙে এই জয় পেয়েছে।
লা লিগার বর্তমান শীর্ষে থাকা বার্সেলোনা এই ম্যাচে জয় পেয়েছে ফেরান তোরেস, দানি ওলমো ও রবার্ট লেভানডোস্কির গোলে। কিন্তু কাদেনা কোপের রিপোর্ট অনুযায়ী, ওসাসুনা তদন্ত করছে, বার্সেলোনা কোনো অননুমোদিত খেলোয়াড় খেলিয়েছে কিনা।
ইনিয়োগো মার্তিনেজ পুরো ৯০ মিনিট খেলেছেন এই ম্যাচে। অথচ আন্তর্জাতিক বিরতির সময় তিনি চোটের কারণে স্পেন দলে ছিলেন না। তার পরিবর্তে স্পেন দলে যোগ দিয়েছিলেন বোর্নমাউথের ডিন হুইসেন।
ফিফার নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক দলে ডাক পাওয়া কোনো খেলোয়াড় চোটের কারণে দল থেকে বাদ পড়লে, তিনি পাঁচ দিন তার ক্লাবের হয়ে খেলতে পারবেন না। স্পেন তাদের শেষ ম্যাচ খেলেছিল রবিবার নেদারল্যান্ডসের বিপক্ষে। কিন্তু ওসাসুনার বিপক্ষে ম্যাচটি ছিল চার দিনের মাথায়।
ওসাসুনা এখন তদন্ত করছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন মার্তিনেজকে কি চোটের কারণে ছাড়পত্র দিয়েছিল, নাকি বার্সার সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছেছিল। যদি নিয়ম ভাঙার প্রমাণ মেলে, তাহলে বার্সেলোনাকে এই ম্যাচের জয় ছেড়ে দিতে হতে পারে। সেক্ষেত্রে এ ম্যাচের তিন পয়েন্ট যাবে ওসাসুনার পকেটে!