
প্রিন্ট: ৩১ মার্চ ২০২৫, ০৯:৩৮ পিএম
রোনালদোর ছেলেকে নিয়ে হতে পারে কাড়াকাড়ি!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৩:১০ পিএম
-67e66776574c6.jpg)
ফাইল ছবি
আরও পড়ুন
এক দুই নয়, অপশনে আছে পাঁচ পাঁচটি দেশ। রোনালদো জুনিয়র বেছে নেবেন কোন দলের হয়ে খেলবেন। স্প্যানিশ দৈনিক মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে চাইলে পাঁচটি দেশের যেকোনো একটির হয়ে ফুটবল খেলতে পারবেন। সত্যি যদি অমন হয় তবে কাড়াকাড়িও হতে পারে!
পাঁচটি দেশের মাঝে আছে—যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, স্পেন, কেপ ভার্দে এবং পর্তুগাল। সবকয়টি সম্ভাবনার পেছনে আছেন ক্রিশ্চিয়ানো। যুক্তিও দেখিয়েছে মার্কা। রোনালদো জুনিয়র খেলতে পারবে এমন দেশের মাঝে চারটিতেই আছে বৈধতা। একটিতে আইনি প্রক্রিয়া সামলাতে পারলেই মিলবে টিকিট।
তবে অসব দূরের চিন্তা। ক্রিশ্চিয়ানোর ছেলে আপাতত ১৪ বছর বয়সী। খেলছেন বাবার ক্লাব আল নাসরের যুব দলে। অভিজ্ঞতা অবশ্য কম হয়নি। জুভেন্টাস এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে খেলেছেন। নিজের ছাপ রেখেছেন। এবার কিশোর সেই তারকাই সংবাদের শিরোনাম।
মহাতারকা বাবা রোনালদোর জন্য পর্তুগালের হয়ে খেলার সুযোগ আসবে জুনিয়র রোনালদোর। এটাই হওয়া স্বাভাবিক। কিন্তু কিংবদন্তি বাবার দেশের হয়ে খেলতে না চাইলে সুযোগ আছে, নানীর দেশ কেপ ভার্দের হয়ে খেলার। সেটি পছন্দ না হলে রোনালদো জুনিয়র ট্রায়াল দিতে পারেন যুক্তরাষ্ট্রের হয়ে। ক্যালিয়াফোর্নিয়ার সান দিয়েগোতে জন্ম নেওয়া রোনালদো জুনিয়র নাগরিকত্ব পাবেন সহজে।
এসব যদি পছন্দ না হয়, তবে দরজা খোলা আছে ইংলিশ দল কিংবা স্প্যানিশদের জার্সিতে মাঠ মাতানোর। তার যখন জন্ম, তখন রোনালদো খেলতেন রিয়াল মাদ্রিদের হয়ে। সেখানে বাবার সঙ্গে ৮ বছর কাটিয়েছেন। স্পেনের আইনে আছে ১০ বছরের নিচের বয়সী কেউ যদি অন্তত ৩ বছর দেশটিতে থাকে, তবে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া সুযোগ আছে ইংল্যান্ডের জার্সিও গায়ে চড়ানোর। যদিও সেটি খানিকটা কঠিন।
তবে সবার আগে কিংবদন্তির ছেলেকে ফুটবলটা ভালো খেলতে হবে। জাত চেনাতে হবে। সবকিছু ঠিক থাকলে তবেই অবশন খুঁজে নিতে পারবেন রোনালদো জুনিয়র।