
প্রিন্ট: ৩১ মার্চ ২০২৫, ০৮:১২ পিএম
পুরানের ছক্কা—পুরাণ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১২:৫৭ পিএম
-67e648531f01e.jpg)
ছবি: সংগৃহীত
আরও পড়ুন
এই মুহূর্তে টি-টোয়েন্টিতে ব্যাটিয়ে সেরা কে? উত্তরে কেউ বিরাট কোহলিকে টানবেন, কেউ ডি কক কিংবা ট্রাভিস হেডকে। কেউ আবার রোহিত শর্মা বা শ্রেয়াস আইয়ারের নাম বলবেন। ভারতের সাবেক তারকা স্পিনার হরভজন সিং বলেছেন নিকোলাস পুরানের নাম। কিন্তু এদের নামই কেন? এর উত্তরও সোজা—ছক্কা হাঁকান, এরা বাউন্ডারিতে বল পাঠাতে সিদ্ধহস্ত।
ঠিক এই কারণেই সেরা তারা। কিন্তু সেরাদের সেরা কে? সেই নিয়ে বিস্তর বিতর্ক থাকতে পারে। নানা যুক্তি দেখিয়ে পছন্দের খেলোয়াড়ের পক্ষে ভোটও দিতে পারেন। তবে পুরান যে ছক্কা-পুরাণ লিখছেন, তাতে চোখ বোলালে আপাতত হরভজনের কথাই মেনে নেবেন, ‘টি-টোয়েন্টিতে এই মুহূর্তে সেরা পুরান।’
একজন ক্যারিবিয়ান হিসেবে পুরানের গড়ন কিছুটা আলাদা। তবে ছোট দেহে হাঁকান বিশাল ছক্কা। আইপিএলের এই মৌসুমেই তিনি বল আকাশে উড়িয়ে সীমানাছাড়া করেছেন ১৩বার। সানরাইজার্স হায়দ্রবাদের বিপক্ষে বৃহস্পতিবার খেলেছেন ২৬ বলে ৭০ রানের টর্নেডো। ছিল ছয়টি ছক্কার মার। গত মৌসুমে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে প্রায় ১৮০ স্ট্রাইক রেটে করেছিলেন ৫০০ রান। এবারও দেখাচ্ছেন তাণ্ডব।
গতকালের ছক্কালীলা দেখানোর পর পুরানকে জিজ্ঞেস করা হয়, কিভাবে? পুরান দিয়েছেন ছক কষে উত্তর, ‘পরিকল্পনা করে ছক্কা মারি না। সর্বোচ্চ চেষ্টা করি ভালো পজিশনে যেতে। এরপর যদি বল সেখানে পাই, চেষ্টা করি ভালো টাইমিং করতে। গত ৯ বছরে নিজের শিল্প নিয়ে কাজ করে চলেছি।’
তবুও কিছু তো একটা আছে, যা পুরানকে এত শক্তি যোগায়। ক্যারিবিয়ান তারকা জানালেন ছক্কা হাঁকাতে অবিশ্বাস্য এক প্রতিভা কাজ করে, ‘নিজের ব্যাট স্পিড নিয়ে কখনও কাজ করিনি, শুধু অবিশ্বাস্য প্রতিভায় ভাগ্যবান। তবে বছরের পর বছর ধরে যে ধরনের কাজ করে এসেছি, মাঠে সেসবের ফল পেয়ে এবং দলকে জেতাতে পেরে ভালো লাগছে।’
টপ অর্ডারে ব্যাট করতে পেরে খুশি পুরান। মহাকাব্য লিখতে একটু হলেও সাহায্য করছে তাকে। গতকাল পুরান ঝড়ে হায়দ্রবাদও রক্ষা পায়নি। ১৯০ রানের পুঁজি নিয়েও লক্ষ্ণৌকে আটকাতে পেরেছিল মোটে ১৬ ওভার পর্যন্ত। ৫ উইকেট ও ২৩ বল হাতে রেখে দাপুটে জয় তুলে নেয় পুরানদের লক্ষ্ণৌ।