
প্রিন্ট: ৩১ মার্চ ২০২৫, ১০:৪০ পিএম
হামজাকে হন্যে হয়ে খুঁজছেন শেফিল্ড কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৯:৫৯ এএম
-67e61eb9df320.jpg)
ছবি: সংগৃহীত
আরও পড়ুন
অল্পতেই কত গল্প লিখে বসেছেন হামজা চৌধুরী। তার আসাতে আশা দেখছে বাংলাদেশ ফুটবল। রেশও রেখে গেছেন অনেকটা। এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে দুর্দান্ত ছিলেন হামজা। দেশে ফিরেই গতকাল উড়াল দিয়েছেন লন্ডনের উদ্দেশ্যে। এদিকে তাকে হন্যে হয়ে খুঁজছেন শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার।
আগামীকাল ঘরের মাঠে কভেন্ট্রিকে আমন্ত্রণ জানাবে শেফিল্ড। হামজা ওই ম্যাচে থাকবেন কিনা, এমন এক প্রশ্ন শুনেছেন ওয়াইল্ডার। উত্তরটা দিয়েছেন মজার ছলে। তবে নিশ্চিত করে বলেননি, হামজা কালকের ম্যাচে খেলবেন কিনা। একই সঙ্গে বাংলাদেশ দলে হামজার দারুণ খেলার জন্য প্রশংসাও করেছেন।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশ ছাড়েন হামজা। জানা গেছে, বেলা পৌনে বারোটার দিকে ম্যানচেস্টারের উদ্দেশে রওয়ানা হন। তবে তিনি পৌঁছানোর আগেই সাংবাদিকদের সামনে আসেন ওয়াইল্ডার, প্রশ্ন শোনেন হামজাকে নিয়ে।
শেফিল্ড বস নিজেই জানেন না হামজা কোথায়, কেউ খোঁজ পেলে তাকে তড়িৎ জানানোর কথা বলেছেন, ‘আমি জানি না হামজা কোথায় আছে। যদি কেউ তাকে দেখে থাকেন, তাহলে আমাকে জানাবেন!’
ভারতের বিপক্ষে ম্যাচটিতে হামজার পারফর্ম মনে ধরেছে ওয়াইল্ডারের। শিষ্য ভালো খেলাতে নিজেও খুশি শেফিল্ড কোচ, ‘সে নিশ্চয়ই এটি (জাতীয় দলের হয়ে খেলা) উপভোগ করেছে, এবং এটি তার জীবনের একটি বড় অংশ, যা তার জন্য এবং তার দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারা একটি খুব ভালো ফলাফল পেয়েছে, এবং হামজা এর অংশ ছিল।‘
অভিষেকে ছাপ ফেলে দেওয়া হামজা বাংলাদেশ ছাড়ার আগে বলে গেছেন, দ্রুতই ফিরবেন। এক ভিডিওবার্তা লাল-সবুজের মিডফিল্ডার বলেছেন, ‘সবকিছুর জন্য শুধুই ধন্যবাদ। যা হয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ, জুনে আমি আবারও আসব। আমার শারীরিক সুস্থ্যতা এবং সন্তানের জন্য দোয়া করবেন। জুনের দুটি বড় ম্যাচের সময় দেখা হবে।’