
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৩:১৫ এএম
বাংলাদেশের কোচ হিসেবে যে রেকর্ড শুধুই কাবরেরার

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৯:১৪ এএম
-67e613fb15be4.jpg)
ছবি: বাফুফে ফেসবুক পেজ
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিদেশি কোচ হয়ে যারা এসেছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচে ডাগআউটে দাঁড়ানোর রেকর্ড গড়েছেন স্প্যানিশ হাভিয়ের কাবরেরা। ২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে শিলংয়ে ভারতের বিপক্ষে মাঠে নামা পর্যন্ত ৩০ ম্যাচে তার কোচিংয়ে খেলেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার এই তথ্য নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তার আগে এই রেকর্ড ছিল ব্রিটিশ কোচ জেমি ডের। ১৯৭৩ সালে মালয়েশিয়ায় মারদেকা কাপে শেখ সাহেব আলীর কোচিংয়ে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবলে পথচলা শুরু করেছিল।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ কোচিং করানোর বাফুফের পোস্টে এই রিপোর্ট লেখা পর্যন্ত সাড়ে ১৫ হাজার প্রতিক্রিয়া পাওয়া গেছে। শুধু প্রতিক্রিয়াই নয়, প্রায় দুই হাজার মন্তব্যের বেশিরভাগই নেতিবাচক। অনেক সমর্থক দ্রুত এই কোচের বিদায় দাবি করেছেন। আবার কেউ তাকে সিন্ডিকেট কোচ হিসাবেও আখ্যা দিয়েছেন।
এতদিন বাংলাদেশে কোচিং করালেও তাকে সমর্থন বা সাধুবাদ জানিয়ে মন্তব্য করার সংখ্যা হাতেগোনা কয়েকটি। তিন বছরে হাভিয়েরের অধীনে বাংলাদেশ ৩০ ম্যাচ খেলেছে। ৩০ ম্যাচের মধ্যে জয় মাত্র আটটি, হার প্রায় দ্বিগুণ (১৫) এবং ড্র সাতটি।
তার সর্বোচ্চ সাফল্য ২০২৩ সালে সাফে বাংলাদেশকে সেমিফাইনালে তোলা। ২০০৯ সালের পর বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এই ফুটবল আসরে শেষ চারে খেলেছিল।