
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ০৭:৫৬ পিএম
তদন্তের মুখে পড়লেন ভিনি-এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৯:৪৭ পিএম

আরও পড়ুন
রিয়াল মাদ্রিদের চার খেলোয়াড়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে উয়েফা। তাদের মধ্যে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র আছেন। এছাড়া ডিফেন্ডার আন্তোনিও রুডিগার ও মিডফিল্ডার দানি সেবায়োসও তদন্তের আওতায় আছেন।
তাদের বিরুদ্ধে উয়েফার অভিযোগ, চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে তারা ‘অশোভন আচরণ’ করেছেন। উয়েফার বিবৃতিতে বলা হয়েছে, ‘রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের অশোভন আচরণের অভিযোগ তদন্তের জন্য একজন নৈতিকতা ও শৃঙ্খলা পরিদর্শক নিয়োগ করা হয়েছে।’
সে ম্যাচ শেষ হওয়ার পরপর রিয়াল মাদ্রিদ সমর্থকরা চলে গিয়েছিলেন গ্যালারির কাছে। সেখানে বিচিত্র অঙ্গভঙ্গী ও কথার মাধ্যমে স্বাগতিক দর্শকদের ইঙ্গিত দিচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এমনটাই জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।
মার্চের ১২ তারিখ অ্যাটলেটিকোর মাঠে দুই লেগ মিলিয়ে ২-২ সমতায় ছিল ম্যাচটি। পরে টাইব্রেকারে জয় পায় রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের শেষ দিকে বিতর্ক হয়, যখন অ্যাটলেটিকোর ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের একটি পেনাল্টি বাতিল করা হয়। রেফারির সিদ্ধান্ত অনুযায়ী, তিনি একবার শট নেওয়ার পর বল আবার স্পর্শ করেছিলেন।
উয়েফা ও রিয়াল মাদ্রিদ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। আগামী ৮ এপ্রিল আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল খেলবে রিয়াল মাদ্রিদ। তদন্তের ফলে কোনো শাস্তি হলে তা এই ম্যাচের আগে কার্যকর হতে পারে।