
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ০৮:১৩ এএম
ধর্ষণের জন্য দণ্ডিত সেই আশারামের জায়গা অলিম্পিককে দিতে চায় ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৯:২৩ পিএম

আরও পড়ুন
ভারত ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের জন্য জমি অধিগ্রহণের পরিকল্পনা করেছে। গুজরাটের আহমেদাবাদে ৬৫০ একর জমিতে অলিম্পিক ভিলেজসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ হবে। এর মধ্যে ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত আশারাম বাপুর আশ্রমসহ আরও দুটি আশ্রমের জমি অধিগ্রহণ করা হতে পারে। এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেলের নেতৃত্বে সরকার এই উদ্যোগ নিয়েছে। মোটেরায় অবস্থিত আশারাম বাপুর আশ্রমের জায়গায় সরদার প্যাটেল স্পোর্টস এনক্লেভ তৈরি হবে।
তবে আশ্রমগুলোর জায়গার বদলে অন্য জমি অধিগ্রহণ করার সম্ভাবনা আছে। সে বিষয়েও আলোচনা চলছে এখন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ‘দ্য ল্যান্ড পার্সেল ফাইনালাইজেশন কমিটি’।
আশারাম বাপু ২০১৩ সালে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হন। ২০১৮ সালে তার অভিযোগ সাব্যস্ত হলে তিনি যাবজ্জীবন কারাদণ্ড পান। যদিও বর্তমানে তিনি জামিনে আছেন।
ভারত ২০২৩ সালের অক্টোবরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে (আইওসি) অলিম্পিক আয়োজনের আগ্রহ জানায়। খরচ হতে পারে ৩৪ হাজার ৭০০ কোটি থেকে ৬৪ হাজার কোটি রুপি।
যদি ভারত আয়োজক হয়, গুজরাটের দুটি শহরসহ ভোপাল, গোয়া, মুম্বাই ও পুনেতে খেলা হবে। শুধু ভারত নয়, সে অলিম্পিক আয়োজনে কাতার, সৌদি আরবসহ ১০টির বেশি দেশ আগ্রহ দেখিয়েছে। আয়োজক দেশের নাম আগামী বছর জানা যাবে।