
প্রিন্ট: ২১ এপ্রিল ২০২৫, ০৭:১৫ এএম
ভুলতে বসা পরিচয় মনে পড়ে গেল গায়ক আসিফের, কীভাবে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৯:১১ পিএম

আরও পড়ুন
আসিফ আকবরকে সবাই চেনে জনপ্রিয় সংগীত শিল্পী হিসেবে। শতাব্দীর শুরুর দিকে তিনি বেশ অনেক বছর ছিলেন খ্যাতির চূড়ায়। সেই আসিফের অবশ্য আরও এক পরিচয়ও ছিল। সে পরিচয় তাকে মনে করিয়ে দিলেন তার বন্ধু আসাফ। আজ এক ফেসবুক পোস্টে সেটাই জানালেন জনপ্রিয় এই শিল্পী।
আসিফ গানের জগতে আসার আগে ছিলেন ক্রিকেটার। জাতীয় পর্যায়ে কখনও খেলা হয়নি তার। তবে সে আশা নিয়ে শুরু করেছিলেন ক্রিকেটের সঙ্গে সম্পর্কটা। আজ এক ফেসবুক পোস্টে সে যাত্রার পুরোটা জানান তিনি।
তার সে পোস্ট পাঠকদের জন্য তুলে ধরা হলো–
‘ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর ছিলাম কৈশোরের উচ্ছল সময়টায়। এসএসসি পরীক্ষার সময়ই ঢাকা লীগে অভিষেক হয়ে যেত, বাঁধা হয়ে দাঁড়ালো বোর্ড পরীক্ষা। কুমিল্লার প্লেয়ারদের চিটাগং লীগে খেলতে হলে ঢাকার আগে সেখানে রেজিস্ট্রেশন করতে হতো, তখন সুযোগ এসেছিল বাংলাদেশ বিমানে রেজিস্ট্রেশনের।
এভাবে গেল আরো একটি বছর, সফলতার সাথে চিটাগং লীগ খেললাম বার্ডস শিপিং কর্পোরেশনে। ৯১/৯২ সেশনে এসে আবার খড়গ নেমে এলো এইচএসসি পরীক্ষার, প্রেম করে বিয়ে করে ফেললাম ৯২ সালে। তারপর অনার্স পড়তে গিয়ে ঢাকায় প্রতিষ্ঠার রণে ভঙ্গ দিতেই হলো। একই সাথে হারিয়ে গেল বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে যোগদানের সুযোগ এবং ইচ্ছেটাও।
পড়াশোনা, সংসার, সন্তান আর প্রতিষ্ঠা পাবার সংগ্রামে কেটে গেল আরো বেশ কিছু বছর। দুঃসহ সব সময় পেরিয়ে প্রতিষ্ঠা পেলাম গানে, অথচ এই গানের জায়গাটাতেই আমি সবচেয়ে বেশী দুর্বল।
দীর্ঘদিন পর ক্রিকেট পাগল বন্ধু আসাফ এর মাধ্যমে খুঁজে পেলাম ক্রিকেটার হিসেবে নিজের রেজিস্ট্রেশন নাম্বার। দীর্ঘদিন পর ক্রিকেট পাগল বন্ধু আসাফ এর মাধ্যমে খুঁজে পেলাম ক্রিকেটার হিসেবে নিজের রেজিস্ট্রেশন নাম্বার।
আসাফ অনেক চেষ্টার পর হোয়াটসঅ্যাপে আমাকে ফিরিয়ে দিয়েছে ক্রিকেটার পরিচয়পত্র। কৈশোরের ক্রিকেটার হওয়ার স্বপ্ন বিলীন হয়ে গেলেও এই ছোট্ট পরিচয়পত্রটি আপ্লুত করেছে আমায়, মনে হলো বিশ্বের শ্রেষ্ঠ স্বীকৃতি এখন আমার দখলে। বাংলাদেশ ক্রিকেটে আমার আইডি নাম্বার- ৩৩৮৯। ভাই বন্ধু আসাফের প্রতি অসীম কৃতজ্ঞতা, ক্রিকেট নিয়ে দীর্ঘ আড্ডায় আমাদের ছবিই তোলা হয়নি। ভালবাসা অবিরাম।’