
প্রিন্ট: ০২ এপ্রিল ২০২৫, ১১:২৪ পিএম
পাকিস্তানের লিগের জন্য লিটন-নাহিদ-রিশাদদের কত দিনের অনুমতি দিল বিসিবি?

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৫:৫৬ পিএম

বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাস ও রিশাদ হোসেন পুরো পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মৌসুমের জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন। পেসার নাহিদ রানাকে আংশিক এনওসি দেওয়া হয়েছে।
নাহিদ রানা একটি পত্রিকাকে জানিয়েছেন, তিনি প্রথম টেস্ট খেলার পর পিএসএলে খেলতে পারবেন। প্রথম টেস্টটি ২০ এপ্রিল সিলেটে শুরু হবে। বিসিবির একটি সূত্রও নিশ্চিত করেছে যে, রানার ওয়ার্কলোড ব্যবস্থাপনার জন্য তাকে আংশিক এনওসি দেওয়া হয়েছে।
অন্যদিকে, লিটন দাস জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে থাকবেন না। তিনি পুরো পিএসএল মৌসুমের জন্য এনওসি পেয়েছেন। টুর্নামেন্টটি ১১ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত চলবে। টেস্ট ক্রিকেটে অভিষেক না হওয়া রিশাদ হোসেনও পুরো মৌসুমের জন্য এনওসি পেয়েছেন।
লিটন দাস করাচি কিংসে খেলবেন। লেগ স্পিনার রিশাদ হোসেন খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে, আর পেসার নাহিদ রানা খেলবেন পেশোয়ার জালমির হয়ে। তাদেরকে ১৩ জানুয়ারি অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফট থেকে দলে নেওয়া হয়েছে।