
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০১:০১ এএম
জিম্বাবুয়ে সিরিজে খেলা হবে না লিটনের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৫:২৯ পিএম

উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন না। এই সিরিজটি এপ্রিলে শুরু হওয়ার কথা। সে সময় তিনি খেলবেন পিএসএলে, সে কারণে তার এই সিরিজে খেলা হবে না।
বাংলাদেশের সিরিজ চলাকালে খেলোয়াড়দের ফ্র্যাঞ্চাইজি লিগের এনওসি পাওয়ার ঘটনা বিরল। তবে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজ একটু আলাদা। এই সিরিজে টিম ম্যানেজমেন্ট নতুনদের সুযোগ করে দিতে চায়। সে কারণে এই সিরিজের সময় লিটনকে এনওসি দিয়েছে বিসিবি।
আসছে পিএসএলে লিটন দাস খেলবেন করাচি কিংসে। দলটির অধিনায়ক শান মাসুদ তাকে দলে নেওয়ার কারণ হিসেবে জানিয়েছেন, নিউজিল্যান্ডের টিম সেইফার্টের প্রতিদ্বন্দ্বী হিসেবে তাকে নিচ্ছে দলটা। শেষ কিছু দিনে দারুণ ছন্দে থাকা সেইফার্টের কাছ থেকে দলের জায়গা কেড়ে নিতে হলে বড় কিছুই করতে হবে লিটনকে।
বাংলাদেশ এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করবে। অন্যদিকে, পিএসএল অনুষ্ঠিত হবে ৮ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত। দুই ম্যাচের টেস্ট সিরিজ ২০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত হওয়ার কথা।