
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৩:৩৮ এএম
হামজার ছোঁয়ায় দেশের ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা লিটনের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১২:০৪ পিএম
-67e4ea61a8304.jpg)
ছবি: সংগৃহীত
আরও পড়ুন
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। আলোর দিশারী হয়ে বাংলাদেশের ফুটবলকে পথ দেখানোর দায়িত্ব যিনি কাঁধে নিয়েছেন। সেই তাকে ঘিরে এখন উৎসবের আমেজ দেশের ফুটবলে। দেশের ফুটবলের সবচেয়ে বড় এই তারকাকে পেয়ে তার সঙ্গে ছবি তুলে রাখতে ভুল করেননি জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার লিটন দাসও। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানান দিলেন লিটন।
দিন দুয়েক আগে, ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজার। অভিষেকেই জাত চিনিয়েছেন এই ফুটবলার। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে যেটা তার প্রধান কাজ, গোল ঠেকানো; সেই কাজে লেটার মার্ক তুলেছেন তিনি। ভারতের শক্তিশালী আক্রমণভাগকে খাবি খেতে দেখা গেছে তার সামনে। ভারতকে তাদের মাটিতে রুখে দিয়ে এক পয়েন্ট আদায় করে নিয়েছে বাংলাদেশ।
সেই ম্যাচ শেষে এখন দেশে অবস্থান করছেন হামজা। শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ফুটবলারকে নিয়ে উন্মাদনার কমতি নেই ফুটবলপ্রেমীদের মাঝে। সেই তার সঙ্গেই এবার দেখা করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন লিটন দাস।
হামজার সঙ্গে ছবি তুলে সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে তিনি লিখেছেন, ‘হামজা চৌধুরীর সঙ্গে দেখা হওয়াটা একটা দারুণ ব্যাপার। একজন দারুণ বিনয়ী মানুষ আর অসাধারণ এক খেলোয়াড়। তাকে নিয়ে বাংলাদেশ ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’
এসময় হামজার সঙ্গে দেখা করেছেন লিটনপত্নীও। ছবিতে হামজার সঙ্গে তিনি না থাকলেও ক্যামেরার পেছনে ছিলেন তিনি। লিটন যা তার ক্যাপশনে জানিয়েছেন।
বর্তমানে ঈদের ছুটি কাটাচ্ছেন লিটন। ছুটি শেষে ডিপিএলে নামবেন তিনি। এরপর জিম্বাবুয়ে সিরিজের ব্যস্ততা। অবশ্য এরমাঝে তিনি আবেদন করেছেন পিএসএলের দল করাচি কিংসের হয়ে মাঠে নামার। সব ঠিক থাকলে পিএসএলে খেলতেও দেখা যাবে লিটনকে।