
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ০৯:৩৬ পিএম
পার্টি করা নিয়ে নেইমারকে খোঁচা দিলেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১১:৩১ এএম
-67e4e2c429efe.jpg)
ছবি: সংগৃহীত
আরও পড়ুন
আর্জেন্টিনা ম্যাচের আগে দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সিতে ফেরার কথা ছিল নেইমারের। তারকা এই ফরোয়ার্ডকে নিয়ে আশায় বুক বেঁধেছিল ব্রাজিলের ফুটবল ফ্যানরা। তবে শেষ পর্যন্ত ফের চোটে পড়ে ছিটকে যেতে হয় নেইমারকে। অথচ, চোট নিয়েও নেইমারকে দেখা গেছে বান্ধবীকে নিয়ে পার্টিতে মজে থাকতে। যা নিয়েই এবার এই তারকাকে খোঁচা দিয়েছেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। নিজেদের মাঠে ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে আলবিসেলেস্তেরা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অথচ, মাঠে নামার আগে আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল দলটি। যা নিয়েই এখন হচ্ছে হাস্যরস।
ব্রাজিলকে বিধ্বস্ত করে দেওয়ার পর হাস্যরস করতে ছাড়েননি প্রেসিডেন্ট মিলেইও। খোঁচাটা তিনি দিয়েছে পার্টি প্রিয় নেইমারকে। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘চিন্তা করছি নেইমার কতটা পার্টি পছন্দ করে। কিন্তু কি অদ্ভুত বিষয়– সে এই উৎসব মিস করেছে।’ আর্জেন্টাইন প্রেসিডেন্টের এই কথা যে নেইমারদের হারের ক্ষতে নুনের ছিটা সেটা তো পরিষ্কারই।
আর্জেন্টাইন প্রেসিডেন্টের এমন খোঁচা দেওয়ার পেছনে অবশ্য নেইমার যতটা না দায়ী তারচেয়ে বেশি দায়ী রাফিনিয়া। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে এই তারকা বলেছিলেন, ‘আমরা তাদের অবশ্যই হারাব। গুঁড়িয়ে দেব। মাঠে এবং প্রয়োজন হলে মাঠের বাইরেও। নিশ্চিতভাবে আমি গোল করতে যাচ্ছি। আমরা যা আছে সব নিয়ে মাঠে নামব।’
তার সেই মন্তব্য তখন ব্যাপক আলোড়ন তৈরি করেছিল। তবে সে সময় কেউ এর প্রতিক্রিয়া দেখায়নি। জবাবটা মাঠের ফুটবল দিয়েই দিয়েছে আর্জেন্টাইন ফুটবলাররা। এরপর রাফিনিয়াকে নিয়ে মজা করতে ছাড়েনি এঞ্জো ফার্নান্দেজরা।
উল্লেখ্য, ব্রাজিলকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে আর্জেন্টিনা। অন্যদিকে লাতিন অঞ্চলের পয়েন্ট টেবিলে সেলেসাওদের অবস্থান চতুর্থ। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ২১। ইকুয়েডর ২৩ এবং ২১ পয়েন্ট নিয়ে উরুগুয়ের অবস্থান ব্রাজিলের ওপরে।