
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ১২:০৩ এএম
জাপানের পর ইরান পেল টিকিট, চিন্তা বাড়ল যুক্তরাষ্ট্রের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১০:০৬ এএম

ছবি: সংগৃহীত
এশিয়ান অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে বসেছে জাপান। সেই তালিকায় নাম লিখিয়েছে এশিয়ার আরেক শক্তিশালী দেশ ইরান। উজবেকিস্তানের সঙ্গে ড্র করে সপ্তমবারের মত বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে তারা।
উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্রে, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে ২০২৬ ফুটবল বিশ্বকাপের আসর বসবে। এর মধ্যে যে দেশে হবে অধিকাংশ ম্যাচ, সেই যুক্তরাষ্ট্রের চিন্তা বাড়িয়ে দিয়েছে তাদের রাজনৈতিক শুত্রু ইরান।
মঙ্গলবার রাতে তেহরানে উজবেকিস্তানের সঙ্গে ২-২ গোলে ড্র করে জাপানের পর এশিয়ার দ্বিতীয় দল হিসাবে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে ইরান। ফলে আগামী বছর তাদের আতিথ্য দিতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র!
ঘরের মাঠে দুবার পিছিয়ে পড়েও ইন্টার মিলান ফরোয়ার্ড মেহেদি তারেমির জোড়া গোলে হার এড়িয়ে বাজিমাত করে ইরান। এটি তাদের টানা চতুর্থ ও সব মিলিয়ে সপ্তম বিশ্বকাপ।