
প্রিন্ট: ৩০ মার্চ ২০২৫, ০৪:০৭ পিএম
ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগেই বিশ্বকাপ নিশ্চিত আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৪:২৫ এএম

আরও পড়ুন
আর কিছুক্ষণ পরই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তার আগেই দলটা পেল বড় এক সুসংবাদ। চতুর্থ দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে লিওনেল মেসির দলের।
এবারের আন্তর্জাতিক উইন্ডোতেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যেতে পারে আর্জেন্টিনার, সেটা আলবিসেলেস্তেরা জানত। প্রয়োজন ছিল দুটো জয়ের, কিংবা অন্য ম্যাচের ফলাফল পক্ষে আসার। উরুগুয়েকে হারিয়ে অর্ধেক কাজ সেরে রেখেছিল কোচ লিওনেল স্কালোনির দল। আজ উরুগুয়ে বলিভিয়ার ম্যাচের ফলটা পক্ষে আসতেই পুরো কাজটা মাঠে নামার আগেই হয়ে গেল আকাশি-সাদাদের।
উরুগুয়ে আজ বলিভিয়ার সঙ্গে ড্র করেছে। যার ফলে আর্জেন্টিনার শীর্ষ ছয়ে থেকে বিশ্বকাপে খেলাটা নিশ্চিত হয়ে গেছে। কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বের শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট এখন ১৩ ম্যাচে ২৮। ওদিকে উরুগুয়ে ম্যাচ ড্রয়ের পর সাতে থাকা বলিভিয়ার পয়েন্ট ১৪ ম্যাচে ১৪। অর্থাৎ আর্জেন্টিনা বাকি সব ম্যাচ হেরে বসলেও শীর্ষ ছয়ের বাইরে থাকা বলিভিয়া সব ম্যাচ জিতে আর তাদের পেছনে ফেলতে পারবে না।
২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮ দল খেলবে। সেখানে কনমেবল অঞ্চল থেকে ৬টি দল সরাসরি খেলবে বিশ্বকাপে। আর সপ্তম দল পাবে আন্তমহাদেশীয় প্লে অফের টিকিট।
উরুগুয়ে বলিভিয়া ম্যাচ ড্র হয়ে যাওয়ার ফলে আর্জেন্টিনা চতুর্থ দল হিসেবে পেয়ে গেছে বিশ্বকাপের টিকিট। এর আগে প্রথম দল হিসেবে বিশ্বকাপে নাম লিখিয়েছিল জাপান। তারপর নিউজিল্যান্ড আর ইরানও কেটে ফেলেছে যুক্তরাষ্ট্রের টিকিট। এরপর ব্রাজিল ম্যাচের ঠিক আগে বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেল আর্জেন্টিনার।