
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ০৯:৩৬ পিএম
হারেও বীরত্ব আছে, পাঞ্জাবের বিপক্ষে লড়াই করে প্রমাণ করল গুজরাট

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১২:০৮ এএম
-67e2f11ca4dd3.jpg)
ছবি: সংগৃহীত
আরও পড়ুন
জয় কিংবা হার; সবই খেলার অংশ। তবে জয়ের চেষ্টা থাকা চাই। শেষ বল পর্যন্ত জয়ের জন্য লড়াই করা চাই। পাঞ্জাব কিংসের বিপক্ষে আইপিএলের ম্যাচে সেটাই দেখাল গুজরাট টাইটান্স। শেষ ওভারে ২৭ রান তাড়া করতে নেমে ১১ রানে ম্যাচ হেরেছে গুজরাট। শেষ বলেও হাঁকিয়েছে ছয়। এই অবস্থায় দলটি আফসোস করতেই পারে। ইশ যদি আর দুটা বল পেতাম।..
পাঞ্জাবকে হারাতে ২৪৩ রানের পাহাড় ডিঙাতে হতো গুজরাটকে। লক্ষ্যটা কঠিন। তবে দমে যায়নি তারা। শেষ ১২ বলে যখন ৪৫ রানের প্রয়োজন তখনো জয়ের জন্য লড়াই করেছে গুজরাট। ১৯তম ওভারে তুলেছে ১৮ রান। তবে শেষ পর্যন্ত ৬ বলে ২৭ রানের বিশাল এই ব্যবধান আর দূর করতে পারেনি দলটি। শেষ ওভারে ২ উইকেট হারিয়ে নাটকীয়ভাবে ম্যাচটা জমিয়ে তুলেও হারতে হয়েছে তাদের। অথচ এদিন দারুণ এক লড়াইয়ের গল্প লিখেছে তারা।
এদিন শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট খরচ করে স্কোরবোর্ডে ২৪৩ রানের পাহাড় জমা করে পাঞ্জাব। দলের হয়ে অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৪২ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন। ওভার শেষ হয়ে যাওয়ায় মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি তিনি। তার ইনিংসটি সাজানো ছিল ৯টি ছক্কা ও ৫টি চারে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান আসে প্রিয়ানাশের ব্যাট থেকে।
কঠিন লক্ষ্যে দারুণ শুরু পায় গুজরাট। অধিনায়ক শুভমান গিল ও সাই সুদর্শনের জুটিতে আসে ৬১ রান। গিল ১৪ বলে ৩৩ রানে সাজঘরে ফিরলেও দলকে পথে রাখেন সুদর্শন। ৪১ বলে করেন ৭৪ রান। এরপর জস বাটলার ও রাদারফোর্ড দলকে ম্যাচে রাখেন। বাটলার ৩৩ বলে ৫৪ ও রাদারফোর্ড ২৮ বলে ৪৬ রান করে সাজঘরে ফিরলে পথ হারায় দলটি। শেষ পর্যন্ত আশা জাগিয়েও ম্যাচ হারে ১১ রানে।
ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫
আরও পড়ুন