
প্রিন্ট: ২৭ মার্চ ২০২৫, ০৫:০৯ পিএম
ব্রাজিল ম্যাচের আগে শক্তি বাড়ল আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১০:৫৭ পিএম
-67e2e06945257.jpg)
ছবি: সংগৃহীত
আরও পড়ুন
রাত পোহালেই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর সেই ম্যাচের আগে বড় সুসংবাদ পেয়েছে আলবিসেলেস্তেরা। চোট সারিয়ে মাঠে নামার জন্য প্রস্তুত মিডফিল্ডার রদ্রিগো দি পল। জানা গেছে এমনটাই।
বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচে লিওনেল মেসি-লাউতারো মার্তিনেস-পাওলো দিবালাকে এমনটিতেই পাচ্ছে না আর্জেন্টিনা। সবশেষ শনিবার উরুগুয়ের বিপক্ষে খেলতে পারেননি দি পলও। যার ছাপ দেখা গেছে মাঠের ফুটবলেও। উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। শঙ্কা ছিল এই ম্যাচে খেলা নিয়েও। তবে সেই শঙ্কা এখন দূর হয়েছে অনেকটাই।
বুধবার ঘরের মাঠে ‘সুপারক্লাসিকোয়’ দি পলের খেলা প্রায় নিশ্চিত। ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।
ম্যাচের আগের দিন কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, একাদশে পরিবর্তনের কথা। সেই সঙ্গে জানিয়েছেন চোট সারিয়ে উঠেছে দি পল। তাতে স্বস্তির বাতাস বাইছে আর্জেন্টিনা দলে।
স্কালোনি বলেন, ‘আমি অবশ্য এই বিষয়ে (শুরুর একাদশ) নিশ্চিত করতে পারছি না, তবে রদ্রিগো দি পলকে নিয়ে প্রায় আগের ম্যাচের মতোই হবে একাদশ। একটি বা দুটি পরিবর্তন আনা যায় কিনা, সেটা আমরা দেখব। গতকাল আমরা খুব কম অনুশীলন করেছি, কারণ যারা চ্যারিটি ম্যাচ খেলেছে এবং যারা উরুগুয়ের বিপক্ষে খেলেছে, তাদের মধ্যে কাজের ভারসাম্য আনার জন্য। গতকাল আমরা কম অনুশীলন করেছি এবং আজ আমরা বড় পরিসরে যাব এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
উল্লেখ্য, লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ১৩ ম্যাচে ৯ জয় ও ১ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। তাদের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ইকুয়েডর। ২১ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে ব্রাজিল।