
প্রিন্ট: ৩১ মার্চ ২০২৫, ১১:১৭ পিএম
অভিষেকেই রাতুলের বাজিমাত, বিজয়ের সেঞ্চুরিতে বিফলে লিটনের তাণ্ডব

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৯:০১ পিএম

ছবি: সংগৃহীত
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অভিষেকই খেল দেখিয়েছেন বাঁহাতি স্পিনার সামিউন বাশির রাতুল। অনূর্ধ্ব-১৯ দলে খেলা এই ক্রিকেটার ব্যাট হাতেও রান পেয়েছেন। তার নৈপুণ্যেই রূপগঞ্জ ডার্বিতে ১৭২ রানে জয় পেয়েছে লিজেন্ডস।
মিরপুর স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে আগে ব্যাটে করে ৬ উইকেটে ২৯৮ রান করে লিজেন্ডস অব রূপগঞ্জ। ওপেনার তানজিদ তামিম ৫৯ বলের ১১ চারের সাহায্য করেন ৬১ রান। জাকের আলী ৮৫ বলে খেলেন ৭৩ রানের ইনিংস। আর তরুণ রাতুল ৩৪ বলে ৩ ছক্কা ও ১ চারে করেন ৪০ রান।
পরে রাতুলের ঘূর্ণিতে ১২৬ রানেই অলআউট হয়ে যায় টাইগার্স। ১০ ওভারে ২৭ রান খরচায় ৫ উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার। টাইগার্সের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান আসে আব্দুল মজিদের ব্যাটে।
ডিপিএলের অন্য ম্যাচে লিটন দাসদের গুলশান ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ম্যাচে ৭ চার ও ৫ ছক্কায় ৬২ বলে ৮৩ রান করেন লিটন দাস। তবে তার সে ইনিংস জলে যায় এনামুল হক বিজয়ের সেঞ্চুরিতে।
বিকেএসপির ৪ নম্বর মাঠে লিটনের সে ইনিংসে চড়ে গুলশান ৮ উইকেট হারিয়ে ২৮১ রান পর্যন্ত পৌঁছায়। জবাবে গাজী গ্রুপ ওপেনার এনামুল বিজয় খেলেন ১৪২ বলে ১৪৪ রানের এক অনবদ্য ইনিংস। তার ব্যাটিং তাণ্ডবে ১৪ বল বাকি থাকতে জয় তুলে নেয় গাজী গ্রুপ।
এদিকে বিকেএসপির ৩ নম্বর মাঠে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ২৯ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচে আগে ব্যাট করা ব্রাদার্স ৯ উইকেটে করে ২২৫ রান করে। মিজানুর রহমান ৩৪ ও জাহিদুজ্জামান ৪৭ রান করেন। সোহাগ গাজী খেলেন ৪২ রানের ইনিংস।
জবাবে আলাউদ্দিন বাবুর ৪৬ বলে খেলা ৬৮ রানের লড়াকু ইনিংসের পরও ১৯৬ রানেই থামে পারটেক্স।