
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০২:৩৬ এএম
রাফিনিয়ার হম্বিতম্বির জবাবে যা বললেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৮:১৯ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
বিশ্বকাপ বাছাইয়ে সুপার ক্লাসিকোর আগে রীতিমত আর্জেন্টিনাকে সতর্ক করে দিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার রাফিনিয়া। যুদ্ধংদেহী মনোভাব নিয়ে বলেছেন, ‘আমরা তাদের অবশ্যই হারাব। গুঁড়িয়ে দেব। মাঠে এবং প্রয়োজন হলে মাঠের বাইরেও। নিশ্চিতভাবে আমি গোল করতে যাচ্ছি। আমরা যা আছে সব নিয়ে মাঠে নামব।’
রাফিনিয়ার এমন কড়া মন্তব্য নিয়ে প্রশ্ন উঠেছিল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনির সংবাদ সম্মেলনে। তবে এক্ষেত্রে দুই দলের ফুটবলারদের সুসম্পর্কের কথা স্মরণ করিয়ে স্কালোনি বলেছেন, ‘আমি নির্দিষ্ট কারো মন্তব্যের খুব গভীরে যেতে চাই না। কিন্তু আমি এটা সম্পর্কে জানি। তারা মাঠে যোদ্ধা এবং মাঠের বাইরে বন্ধু। আর্জেন্টিনা বনাম ব্রাজিল গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু এরপরও এটা একটা ফুটবল ম্যাচ। এর বাইরে যাওয়া উচিৎ নয়।’
আর্জেন্টিনা এবং ব্রাজিলের সবচেয়ে বড় দুই তারকা লিওনেল মেসি ও নেইমারের মধ্যে গলায়-গলায় বন্ধুত্ব। ২০২১ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা যখন ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতে নেয়, তখন মেসি-নেইমারের বন্ধুত্বপূর্ণ দৃশ্য এখনো দুই দেশের ফুটবলপ্রেমীদের চোখে ভাসে।
রাফিনিয়ার হম্বিতম্বির মুখে সে স্মৃতি মনে করিয়ে স্কালোনি যোগ করেন, ‘(২০২১) কোপা আমেরিকা ফাইনালের পর মারাকানায় আমি মেসি-নেইমারের ছবিটার কথা মনে করতে পারি। যেখানে তারা ম্যাচ শেষে একসঙ্গে বসে ছিল। ওই আবহটা ধরে রাখতে হবে। বিশ্বের সেরা এবং সম্ভবত দ্বিতীয় সেরা খেলোয়াড়ের একসঙ্গে থাকা, বন্ধু হওয়া। এই চিত্রটাই আমাদের প্রয়োজন। এটা ঠিক যে আমরাও জিততে চাই। এর বাইরে আমাদের সবারই ব্রাজিলিয়ান বন্ধু আছে। আমি তাদের অনেককেই চিনি। আমাদের এর বাইরে যাওয়া উচিৎ হবে না।’
বিশ্বকাপ বাছাইয়ের আগের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে চোটের কারণে খেলা হয়নি আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দে পলের। ব্রাজিল ম্যাচেও তার খেলা নিয়ে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি স্কালোনি, ‘আমি এখনও নিশ্চয়তা দিতে পারছি না, কিন্তু মনে হচ্ছে তার অবস্থা অন্য দিনের মতোই।’
উল্লেখ্য, আগামীকাল ২৬ মার্চ ভোর ৬টায় বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ব্রাজিল। এই ম্যাচ অন্তত ড্র করতে পারলেই লাতিন অঞ্চলের প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট পাবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।