
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৩:০০ এএম
হামজার অভিষেকের ম্যাচে একাদশ থেকে বাদ জামাল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৭:০৭ পিএম

অপেক্ষা শেষ। আর আধঘণ্টা পরই শিলংয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি ও প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরীর।
তার অভিষেকের ম্যাচে একাদশে আছে এক চমক। শুরুর দলে নেই জামাল ভূঁইয়া। তার বদলে তপু বর্মণের হাতে উঠেছে অধিনায়কের বাহুবন্ধনী।
জামালের দলে না থাকাটা অবশ্য বড় চমক নয়। দীর্ঘদিন খেলায় ছিলেন না তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথমার্ধে খেলতে পারেননি তিনি, কোনো দলে নিবন্ধন হয়নি তার। সে কারণে তার বাদ পড়াটা অনেকটা অনুমিতই ছিল।
ভারতের বিপক্ষে এই ম্যাচে শুরুর একাদশে আছেন শেখ মোরসালিন। আক্রমণভাগে তার সঙ্গী রাকিব হোসেন ও শাহরিয়ার ইমন। মাঝমাঠে হামজার সঙ্গে আছেন মোহাম্মদ হৃদয় ও মজিবুর রহমান জনি।
রক্ষণে অধিনায়ক তপুর সঙ্গে আছেন তারিক কাজী। সঙ্গে শাকিল আহাদ তপু ও সাদ উদ্দিন আছেন একাদশে। গোলবারের নিচে মিতুল মারমার ওপর ভরসা রেখেছেন কোচ হাভিয়ের কাবরেরা।
বাংলাদেশ একাদশ
মিতুল মারমা;
শাকিল তপু, তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন;
হামজা চৌধুরী, মোহাম্মদ হৃদয়, মজিবর জনি;
রাকিব হোসেন, শেখ মোরসালিন, শাহরিয়ার ইমন।