
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৩:১৪ এএম
জন্মদিনে ‘তামিমের জন্য দোয়া’ উপহার চেয়েছেন সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১১:২৩ এএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
আটত্রিশে পা রাখার দিনটি ভালো যায়নি সাকিব আল হাসানের। জন্মদিনে যতটা শুভেচ্ছা পেয়েছেন, তারচেয়েও বেশি যেন শুনেছেন খারাপ খবর। তার সম্পত্তি ক্রোক করা হয়েছে, দেশে সমালোচিত হচ্ছেন। এরমাঝে সাকিব জেনেছেন প্রিয় বন্ধু তামিম ইকবাল হার্ট অ্যাটাক করেছেন।
সোমবার ডিপিএল চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। প্রথমে গ্যাস্ট্রিকের ব্যথা ভাবলেও পরে অবস্থার অবনতি হয়। জানা যায়, অল্প সময়ের মধ্যেই দুইবার হার্ট অ্যাটাক হয়েছে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। পরে তাকে সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে তার হার্টে রিং পরানো হয়। ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে আছেন তামিম।
সাকিব গতকাল রাতে ফেসবুকে এক পোস্টে তামিমের জন্য দোয়া চেয়েছেন। তামিমকে ভাই সম্মোধন করে ভ্ক্তদের কাছে ‘দোয়া’ উপহার চেয়েছেন, ‘আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই। কারণ, আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে। আর সব সময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।’
সাকিব আরও লেখেন, ‘তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে।‘
গতকাল সকালেই অসুস্থবোধ করছিলেন তামিম। ডিপিএলে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচের মাঝেই খেয়ে নেন গ্যাস্ট্রিকের ওষুধ। পরে হাসপাতালেও যান। এরপর আবারও অস্বস্তিতে ভোগেন।পরে জানা যায়, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। হার্টে পরানো হয়েছে রিং। চিকিৎসক জানিয়েছেন, এখনো আশঙ্কামুক্ত হননি টাইগার ক্রিকেটার। তবে উন্নতি হয়েছে স্বাস্থ্যের।