
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০১:২৯ এএম
তামিমের জায়গায় নেমে সেঞ্চুরি মিরাজের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৪:৫২ পিএম
-67e1396044697.jpg)
মেহেদী হাসান মিরাজ
আরও পড়ুন
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অষ্টম রাউন্ডের ম্যাচে টস করতে নেমেছিলেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। এরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। শুরুতে গ্যাস্ট্রিকের ব্যথা মনে করা হলেও পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, অল্প সময়ের ব্যবধানে দুইবার হার্ট অ্যাটাক হয়েছে তার। এখন সাভারের কেপিজে হাসপাতালে চিকিৎসা চলছে তার। এরই মধ্যে তামিমের হার্টে রিং পরানো হয়েছে। এখন সিসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
এদিকে তামিমের যখন হাসপাতালে চিকিৎসা চলছে, তখন তার মোহামেডানের সতীর্থরা মাঠে নেমেছেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে। সেখানে টস জিতে আগে ব্যাট করে শাইনপুকুর। তবে মোহামেডান স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি তারা।
দলটির পক্ষে সর্বোচ্চ ৭৭ রান এসেছে অধিনায়ক রায়ান রাফসান রহমানের ব্যাটে। আর শেষদিকে ব্যাট করতে নেমে ৫৭ রান করেন শরিফুল ইসলাম।
দলের বাকি ৯ ব্যাটারের মধ্যে বিশের কোটা স্পর্শ করতে পেরেছেন কেবল অনিক সরকার (২২)। ব্যাটিং দুর্দশায় শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে ২২৩ রানে অলআউট হয়ে যায় শাইনপুকুর।
মোহামেডানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন স্পিনার তাইজুল ইসলাম। দুটি করে উইকেট পান মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ এবং সাইফ উদ্দিন।
২২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা মোহামেডানের পক্ষে ইনিংস শুরু করেন রনি তালুকদার ও মেহেদী হাসান মিরাজ। তামিমের জায়গায় ওপেন করতে নেমে ৮৬ বলে ১০৩ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন মোহামেডান অলরাউন্ডার। রনিও পিছিয়ে ছিলেন না, রহিম আহমেদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফেরার আগে করেছেন ৬১ রান। তাদের উদ্বোধনী জুটিতেই মোহামেডান পেয়ে যায় ১৬৪ রান।
বাকি পথ পেরোতে আর কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়নি দলটিকে শেষ পর্যন্ত ৪২.২ ওভারে ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মোহামেডান।