
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ১২:০৮ এএম
গিনেস রেকর্ড গড়ার পর পেনাল্টি মিস রোনাল্ডোর

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০২:২২ এএম

আরও পড়ুন
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ম্যাচের শুরুটা করেছিলেন দারুণভাবে। আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়ার পুরস্কার পেয়েছিলেন হাতে। তবে এরপর থেকেই যেন রাতটা বাজে হতে শুরু করল তার। ডু অর ডাই ম্যাচে পেনাল্টি মিস করে বসেছেন তিনি।
প্রথম লেগেও রোনাল্ডোর পারফরম্যান্স ভালো ছিল না। সেই ম্যাচে ডেনমার্ক ১-০ ব্যবধানে জিতেছিল। পর্তুগালের গোলরক্ষক দিয়েগো কস্তা প্রথমার্ধে একটি পেনাল্টি ঠেকালেও দলের হার ঠেকাতে পারেননি। ম্যাচের ৭৮তম মিনিটে বদলি হিসেবে নেমে রাসমুস হয়লুন্ড জয়সূচক গোল করেন।
ফেব্রুয়ারিতে ৪০ বছর পূর্ণ করা রোনাল্ডো প্রথম লেগে ৯০ মিনিট খেলেও গোলের দেখা পাননি। তার শট ছিল মাত্র দুটি। ডেনমার্কের বিপক্ষে চার ম্যাচ খেলেও এখনো গোল করতে পারেননি তিনি।
দ্বিতীয় লেগেও দুর্ভাগ্য পিছু ছাড়েনি রোনাল্ডোর। ম্যাচের শুরুটা অবশ্য তিনি করেছেন গিনেস রেকর্ডের স্বীকৃতি পেয়ে। আন্তর্জাতিক ক্যারিয়ারে তার জয়সংখ্যা ১৩২টি। সব মিলিয়ে আন্তর্জাতিক ম্যাচে এত জয় নেই আর কারও। সে স্বীকৃতিটা আজ তার হাতে তুলে দিয়েছে গিনেস কর্তৃপক্ষ।
তবে এরপর ম্যাচের ৬ মিনিটে পেনাল্টি পায় রোনাল্ডোর দল। সেটাকে গোলে রূপ দিতে পারেননি পর্তুগিজ তারকা। তার পেনাল্টি ঠেকান শ্মাইখেল। এরপর একেবারে সামনে থেকে শট নিয়েও গোল পাননি। এবারও বাঁধা হয়ে দাঁড়ান শ্মাইখেল।
পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজের দল সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচে জিততেই হবে। ২০১৯ সালে প্রথম আসরে তারা শিরোপা জিতেছিল। এবারও সেই লক্ষ্য নিয়েই খেলছে দলটি।