
প্রিন্ট: ২০ এপ্রিল ২০২৫, ১০:৫২ পিএম
৪৩ বছরেও চিরতরুণ ধোনি, অবিশ্বাস্য স্টাম্পিংয়ে এলেন আলোচনায়

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১১:০৬ পিএম

আরও পড়ুন
বয়স তার ৪৩। তার বয়সী অনেকে এবারের আইপিএলে কোচের ভূমিকায় নেমেছেন। কিন্তু মহেন্দ্র সিং ধোনি এখনও মাঠে। শুধু কি মাঠে? তিনি রীতিমতো মাঠ কাঁপাচ্ছেন। আজ প্রথম ম্যাচ খেলতে নামলেন। এমন এক ডিসমিসাল আদায় করলেন, যা তার সোনালি দিনগুলোর কথাই যেন মনে করিয়ে দিল আরও একবার।
প্রায় দশ মাস পর ধোনি তার প্রথম ম্যাচ খেলতে নেমেছেন। তবে এতদিন মাঠের বাইরে থাকার পরও তার পারফরম্যান্সে কোনো ঘাটতি দেখা যায়নি। উইকেটের পেছনে তার প্রতিক্রিয়া এখনও অতীতের মতোই দ্রুত এবং নিখুঁত।
৪৩ বছর বয়সেও ধোনির পারফরম্যান্স বয়সের ভারে কমেনি। চেন্নাই সুপার কিংসের সমর্থকরা যখন তাকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত, ধোনি তখন বরাবরের মতোই শান্ত। আর যখন সুযোগ এলো, তিনি ঠিক আগের মতোই চমৎকার এক স্টাম্পিং করে সবাইকে মুগ্ধ করলেন।
মুম্বাই ইন্ডিয়ান্সের ভারপ্রাপ্ত অধিনায়ক সূর্যকুমার যাদব নূর আহমেদের বলে বড় শট খেলতে চেয়েছিলেন। কিন্তু বল টার্ন করে ব্যাটের নাগালের বাইরে চলে যায়, আর সে মুহূর্তেই ধোনি বিদ্যুৎগতিতে বল গ্লাভসে নিয়ে স্টাম্প ভেঙে দেন। সূর্যকুমার তখনও শট সম্পূর্ণ করতে পারেননি, ধোনি ততক্ষণে তার কাজ শেষ করে ফেলেছেন।
এই স্টাম্পিং দেখার পর সবাই বুঝে গেছে যে ধোনি এখনও আগের মতোই ক্ষীপ্র। রিপ্লেতেও দেখা গেল যে সূর্যকুমারের ফিরে আসার কোনো সুযোগই ছিল না। তার এই স্টাম্পিংয়ে সময় লেগেছে মোটে ০.১২ সেকেন্ড, যা তার সেরা রিঅ্যাকশন টাইমের চেয়ে মোটে ০.৪ সেকেন্ড বেশি। নূর আহমেদের জন্য এটি ছিল চেন্নাই সুপার কিংসের হয়ে তার প্রথম উইকেট, কিন্তু গ্যালারির জন্য মুহূর্তটি ছিল ধোনির।
ধোনি হয়তো আর নিয়মিত ক্রিকেট খেলেন না, কিন্তু যখনই মাঠে নামেন, তখনই বোঝা যায় কেন তিনি সর্বকালের সেরা উইকেটকিপারদের একজন। আজকের এই মুহূর্তটা যেন তারই প্রমাণ।
ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫
আরও পড়ুন