
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ০২:৫০ এএম
নাহিদ-লিটনদের সুখবর দিচ্ছে বিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৭:২০ পিএম

লিটন দাস ও নাহিদ রানা
আরও পড়ুন
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার নাহিদ রানা, রিশাদ হোসেন ও লিটন দাস। তবে ১১ এপ্রিল শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলার জন্য তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র পাবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা ছিল।
তবে এবার বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, পিএসএলে খেলতে নির্দিষ্ট সময়ের জন্য এনওসি (অনাপত্তিপত্র) পেতে যাচ্ছেন নাহিদ-লিটনরা। মূলত এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থাকাতেই তাদের এনওসি নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়।
যেহেতু নাহিদ এবং লিটনের জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে থাকার সম্ভাবনা আছে, তাই তাদের হয়ত পিএসএলের পুরো মৌসুমের জন্য এনওসি দেবে না বিসিবি। তবে যেহেতু রিশাদ হোসেন টেস্ট দলের অংশ নন, তাই এই লেগ স্পিনিং অলরাউন্ডার পুরো মৌসুমের জন্য এনওসি পেতে পারেন।
এবারের পিএসএল ড্রাফট থেকে নাহিদ রানাকে দলে টেনেছিল পেশোয়ার জালমি। অন্যদিকে লিটন দাসের করাচি কিংস ও রিশাদের লাহোর কালান্দার্সের হয়ে খেলার কথা রয়েছে।