
প্রিন্ট: ২১ এপ্রিল ২০২৫, ০৯:৩৪ এএম
ছোট যে সিদ্ধান্ত নিয়ে হিরো নাওয়াজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১২:৫৮ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
বুকে পাথর চাপা দিয়ে নেমেছিলেন হাসান নাওয়াজ। পণ করে বসেছিলেন—লাগলে ছক্কা না লাগলে ফক্কা। সিদ্ধান্ত নিতেই হত। অভিষেকের পর টানা দুই ম্যাচে শূন্য রানে ফিরেছিলেন হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে তাকে দেখে ততক্ষণে বিস্তর আলোচনা। তবে কেন তিনি ছিলেন, তার প্রমাণ দিয়েছেন চওড়া ব্যাটে।
হাসান সেদিন উড়িয়ে মেরেছেন, কখনও মেরেছেন ঘুরিয়ে। সম্ভাবনা তলানিতে ঠেকা ম্যাচেও দেখিয়েছেন মুন্সিয়ানা। নিজেকে বাঁচিয়েছেন, সেঞ্চুরি হাঁকিয়েছেন। তাতেই বেঁচেছে সিরিজ, টিকে থাকছে পাকিস্তান। এতকিছু করে ফেলা হাসান স্বাভাবিকভাবেই আলোচনায়। জিরো থেকে সরাসরি হিরো—কিভাবে করলেন এমন?
পাকিস্তানের তরুণ ব্যাটারে সহজ স্বীকারোক্তি, ‘অন্তত একটি রান করতে চেয়েছিলাম।’ হাসান অবশ্য শুক্রবার এক রান করে থামেননি। কিউই বোলারদের ওপর চড়াও হয়েছেন। চার-ছক্কায় উড়িয়ে গড়েছেন রেকর্ড। তার ৪৫ বলে অপরাজিত ১০৫ রানের ইনিংসে ভর করে পাকিস্তান দিয়েছে লম্বা পথ পাড়ি। সিরিজে ফেরার ম্যাচে ব্ল্যাক ক্যাপসদের ছোঁড়া ২০৪ রান টপকেছে ৯ উইকেট ও ২৪ বল হাতে রেখে!
পাঁচ ম্যাচের সিরিজ আপাতত ২-১ ব্যবধানে আছে। ক্রাইস্টচার্চ ও ডানেডিনে পাত্তা পায়নি পাকিস্তান। অকল্যান্ডে রানে ফেরেন হাসান, পাকিস্তানও ফিরেছে জয়ে। ম্যাচের সেরাও হন হাসান। ওইদিন বলেন হিরো হওয়ার গল্প, ‘প্রথম দুই ম্যাচে যেভাবে আউট হয়েছিলাম, তাতে খুবই হতাশ হয়েছিলাম। কিন্তু অধিনায়ক ও শাদাব ভাই আমাকে সাহস জুগিয়েছিলেন। তারা বলেছিলেন আমি ম্যাচ জেতানোর মতো ক্রিকেটার ও সেটাই আমাকে সাহায্য করেছিল।’
বড় স্বপ্ন নিয়ে আসা পাকিস্তানের তারকা মুখ ধুবড়ে পড়ার বদলে মাথা উঁচিয়ে লড়লেন। পাকিস্তানের হয়ে কুড়ি কুড়ির ফরম্যাটে এখন সবচেয়ে কম বলে সেঞ্চুরি হাঁকানো তারকা হাসান। তিনি পেছনে ফেলেছেন বাবর আজমের ৪৯ বলে সেঞ্চুরি করার রেকর্ড। কিন্তু অকল্যান্ডে ওইদিন হাসানের লক্ষ্য ছিল স্রেফ রান করা, বুকের ওপর থেকে শত মণ ওজনের পাথর সরানো, ‘প্রথমে আমার চিন্তা ছিল যে করেই হোক, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম রান বের করতে হবে এবং যখনই সেটা করতে পারলাম, তাতে আমার চাপ অনেকটা কমে গেল।’
আগামীকাল রোববার চতুর্থ টি-টোয়েন্টি। মাউন্ট মঙ্গানুইয়ে বসবে সিরিজ ফয়সালার ম্যাচ। হাসানরা ওইদিন জ্বলে উঠলে ২৬ মার্চ বসবে ট্রফি ফয়সালার শেষ ম্যাচ। তিন ম্যাচ শেষে কিউইরা ২-১ ব্যবধানে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে।