
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৮:১৮ এএম
ডিপিএলে ১০০ চার ও ৫০ ছক্কা হাঁকানোর চ্যালেঞ্জ নাঈম শেখের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১২:০২ পিএম
-67de528cda78a.jpg)
ছবি: সংগৃহীত
চ্যালেঞ্জটা নিজের প্রতি নিজের। নাঈম শেখ ফেসবুকে ঘোষণা দিয়েছেন, চলমান ডিপিএলে ১০০ চার ও ৫০টি ছক্কা হাঁকানোর। অর্থাৎ বাউন্ডারির মাধ্যমেই ৭০০ রান করতে চান এই ওপেনার। এমন ঘোষণা যে তিনি এমনি এমনি দেননি তার প্রমাণ দিয়েছেন সেই ঘোষণার পর মাঠে নেমেই। হাঁকিয়েছেন বিধ্বংসী এক সেঞ্চুরি।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ওপেনার বিকেএসপির ৩ নম্বর মাঠে শুক্রবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১১ চার ও ৫ ছক্কায় ৬৪ বলে করেছেন অপরাজিত ১০৪ রান। লিগে এখন পর্যন্ত সাত ম্যাচে ৪৫ চারের সঙ্গে তার ছক্কার সংখ্যা এখন ২২টি। লিগের এখনও অর্ধেকের বেশি ম্যাচ বাকি। আর এরই মধ্যে নিজের কাজটা গুছিয়ে ফেলেছেন এই ওপেনার।
সব ঠিক থাকলে লিগে আরও ৯ ম্যাচ খেলার সুযোগ পাবেন প্রাইম ব্যাংকের এই ওপেনার। ছক্কার ফিফটি পূর্ণ করতে তাই ৯ ম্যাচে তার প্রয়োজন ২৮ ছক্কা ও ৫৫টি চার। সেই লক্ষ্য পূরণেই যে এখন তিনি চেষ্টা চালাবেন ম্যাচ শেষে সেটাও আরও একবার জানিয়েছেন নাঈম।
নাঈম বলেন, ‘সত্যি বলতে প্রিমিয়ার লিগে আমি পাঁচশ রান করেছি, ছয়শ রান করেছি, আটশ রান করেছি, এমনকি সাড়ে নয়শ রানও করেছি। তাই এখন নতুন একটা মানসিকতা নিজের কাছে এনেছি যে এটা কী সম্ভব কি না। নিজের সীমাটা বাড়ানোর চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘আগে পাঁচশ-ছয়শ রান করলে হয়তো সিঙ্গেল বেশি থাকত, বাউন্ডারি কম মারতাম। এবার ব্যক্তিগতভাবে লক্ষ্য ঠিক করেছি ১০০ বাউন্ডারি ও ৫০ ছক্কা মারার। চেষ্টা থাকবে লক্ষ্য পূরণ করার।’
প্রিমিয়ার লিগের ২০২২-২৩ মৌসুমে ১৬ ম্যাচে আসরের সর্বোচ্চ ৯৩২ রান করেন নাঈম। সেবার চারের সেঞ্চুরির খুব কাছে গিয়েছিলেন তিনি। টুর্নামেন্টজুড়ে ৯০টি চারের সঙ্গে মেরেছিলেন ২৬টি ছক্কা। এবার তাই সেই টার্গেটটাকে সেঞ্চুরি ও ফিফটিতে নিয়ে যেতে চান এই ওপেনার।
চলমান প্রিমিয়ার লিগে ৭ ম্যাচে তার সংগ্রহ ৪৫৯, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। বড় ইনিংস খেলার রহস্য জানতে চাইলে তিনি জানান, ‘গত দুই বছরের রানের অমন কোনো রহস্য নেই। উইকেট আন্দাজ করে, নিজের খেলা বুঝে ধারাবাহিক রান করার চেষ্টা করছি। আগের ভুলগুলো যেন আর না করি। বেশি করে শিক্ষা নিয়ে যেন ইনিংস লম্বা করতে পারি।’
তিনি আরও বলেন, ‘ক্যারিয়ারের শুরুতে আমি ৪০-৫০-৭০ রানে অনেক আউট হয়েছি। এখন যেদিন সেট হই, সেদিন আর মিস করি না। ভালো শুরু পেলে ইনিংস আরও লম্বা করার চেষ্টা করি। যত লম্বা করা যায়... ১৩০-১৪০... ওয়ানডেতে কোনো সীমা নেই।’