
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ১০:৩৮ পিএম

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১১:৪৯ এএম

ছবি: সংগৃহীত
বৃষ্টি আজ বড্ড বেরসিক। এতশত আয়োজনও বুঝি পণ্ড হতে যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আইপিএলে যখন তারার মেলা বসবে ঠিক তখনই ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতায়। সঙ্গে বাগড়া দিতে থাকবে বৃষ্টি। উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন তাতেই মাটি হওয়ার জোগাড়!
আজ ঘণ্টাকয়েক পর পর্দা উঠবে কুড়ি কুড়ির মারকাটারি মহারণের। সন্ধ্যা সাড়ে ছয়টায় বসার কথা অনুষ্ঠান। বলিউডের একঝাঁক তারকা, শাহরুখ খানের সঞ্চালনা আর আজিঙ্কা রাহানের কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর লড়াই—এসব যখন আগ্রহে, তখন এসেছে বাজে খবর।
ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, শঙ্কা শুধু উদ্বোধনী অনুষ্ঠান ঘিরেই নয়। খেলাও পণ্ড হতে পারে। সকাল থেকেই কলকাতার ইডেন গার্ডেন্সের আকাশের মুখ ভার। বৃষ্টির হতে পারে সন্ধ্যায়। রাতে কমে আসলে অথবা মেঘ যদি সরে যায়, তবেই রক্ষে! নতুবা আইপিএলের শুরুর দিনই থাকতে পারে ম্যাড়মেড়ে। পণ্ড হতে পারে সব আয়োজন।
আবহাওয়া অফিসের বরাতে ভারতের দৈনিক সংবাদ প্রতিদিন জানিয়েছে, সকালের আবহাওয়া দুপুর গড়িয়ে বিকালে আরও বাজে হতে পারে। সন্ধ্যার আগে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। সঙ্গে বৃষ্টির সম্ভাবনা।
এদিন সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা। যেখানে পারফর্ম করবেন অভিনেত্রী দিশা পাটানি, গানে মঞ্চ মাতাবেন শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং। সঞ্চালনার দায়িত্বে খোদ শাহরুখ খান। ঘন্টাখানেক চলা সেই শো শেষ হলে আটটায় বল গড়াবে মাঠে।
তবে বৃষ্টি যদি সত্যিই বাগড়া দেয় তবে পণ্ড হতে পারে অনুষ্ঠান। ম্যাচেও পড়বে প্রভাব। কলকাতার মাঠটির পানি নিষ্কাশনের সুবিধা ভালো থাকলেও শঙ্কায় আছে ম্যাচ গড়ানো নিয়ে। সবই এখন আবহাওয়ার উপর নির্ভর করছে।