
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৩:১৫ এএম
ফাহামেদুল বললেন, ‘স্বপ্ন দেখা থামেনি’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৪:৪৫ পিএম

ছবি: সংগৃহীত
শেষের শুরু দেখে ফেলেছিলেন অনেকে। ফাহামেদুল ইসলামকে নিয়ে শঙ্কা জানিয়েছিলেন কেউ কেউ। প্রতিবাদ, আন্দোলন থেকে বৈঠক—সবই চলল। তবে বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা নাছোড়বান্দা, ‘এখনও খেলার মতো পরিপক্ক নয় ফাহামেদুল।’ বাদ পড়ার কারণ নিয়েও কত জলঘোলা। সব এক ফেসবুক পোস্টে পরিষ্কার করেছেন ইতালির ক্লাবে খেলা ফুটবলার।
জাতীয় দলের সঙ্গে অনুশীলন করা, বাদ পড়া এবং ইতালিতে ফিরে যাওয়া—এই কদিনে ফাহামেদুলের মন ভরে গেছে। বাদ পড়ার পর তাই নতুন প্রত্যয় শুনিয়েছেন, ‘স্বপ্ন দেখা থামেনি। জাতীয় দলের হয়ে খেলবই।’ বৃহস্পতিবার লম্বা এক পোস্ট দিয়েছেন ফাহমিদুল।
ইংরেজিতে দেওয়া সেই পোস্টে তরুণ তুর্কি লিখেছেন, ‘আমি ফাহামেদুল ইসলাম। বাংলাদেশের সকল মানুষের ভালোবাসা, সমর্থন ও উৎসাহের জন্য সত্যিই আমি কৃতজ্ঞ। আমার প্রতি আপনাদের অটল বিশ্বাস আমার যাত্রাপথে বড় ছাপ ফেলেছে এবং যারা আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের সবাইকে মনের গভীর থেকে ধন্যবাদ জানাই।’
বাংলাদেশ জাতীয় দলে খেলার স্বপ্ন থেমে যায়নি বলে জানিয়েছেন ফাহামেদুল, ‘বাংলাদেশ ফুটবল দলে খেলার জন্য প্রস্তুত হচ্ছিলাম। দুর্ভাগ্যবশত এবার সবকিছু পরিকল্পনা মত এগোয়নি। তবে বিশ্বাস করি, যা হয় সেটা কোনো না কোনো কারণেই হয়। আমার পথচলা কোনভাবেই শেষ হয়ে যায়নি। সৃষ্টিকর্তা যদি চান, একদিন লাল-সবুজের জার্সি পরে মাঠে নামব। দেশ ও সমর্থকদের জন্য আমার সবকিছু উজাড় করে দেব। ততদিন পর্যন্ত, সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা চালিয়ে যাব।’
এরপর আরেকটি ভিডিও পোস্টেও ফাহামেদুল বলেন, খুব দ্রুতই দেখা হচ্ছে। বাংলাদেশ জাতীয় দলের হয়ে অনুশীলনের সেই ভিডিওর ক্যাপশনে ফাহামেদুল জুড়ে দিয়েছেন ফুটবল ও জাতীয় পতাকার ছবি।
দলে যোগ দেওয়া লন্ডন প্রবাসী হামজা চৌধুরীর মতো ফাহামেদুলও অসাধারণ ফুটবলার। ইতালির চতুর্থ বিভাগে খেলেন। এশিয়ান কাপ বাছাইপর্বের প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছিল তাকে। ভারতের বিপক্ষে ম্যাচকে ঘিরে পরিকল্পনায় ছিলেন ফাহামেদুল। কোচ কাবরেরাও তার বিষয়ে আশাবাদী ছিলেন। কিন্তু কাবরেরার হুট করেই সব কিছু ওলটপালট হয়ে যায়। ইতালিতে ফিরতে হয় ফাহামেদুলকে।