
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ১২:০৮ এএম
ওয়াকার ইউনিসের বিরুদ্ধে আকমলের গুরুতর অভিযোগ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৪:০৬ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
ওয়াকার ইউনিস তখন পাকিস্তানের প্রধান কোচ। সে সময় উমর আকমল একটু মেরে খেলতেন। ওটাই নাকি পছন্দ হয়নি কোচের। টেস্ট ক্রিকেটে এমন খেলা চলে না, ধরণ বদলানোর কথাও নাকি বলেছিলেন। স্থানীয় গণমাধ্যমে আকমল দাবি করছেন, ইউনিস তাকে মানসিক পীড়া দিতেন এবং কটু কথাও শোনাতেন।
পাকিস্তানের সাবেক ব্যাটারের অভিযোগের ফিরিস্থি বিশাল। সাবেক কোচ ও কিংবদন্তি ইউনিসের বিরুদ্ধে পরিবার টেনে সমালোচনার অভিযোগও এনেছেন।
পাকিস্তানের স্থানীয় একটি গণমাধ্যমকে আকমল জানিয়েছেন তিনি যখন অ্যাটাকিং স্টাইলে টেস্ট খেলতে চাইতেন, তখন কোচ ইউনিস বলতেন, ‘তুমি টেস্ট ম্যাচে টি-টোয়েন্টি খেলা শুরু করেছো?’ আকমল যখন স্ট্রাইক রোটেট করে খেলা শুরু করল তখন আবার কোচের কণ্ঠে উল্টো সুর, ‘তুমি ওয়ানডে না টেস্ট খেলতে নামছো?’
বারবার সিদ্ধান্ত বদলের এসব বিষয় ভালো লাগত না উমরের। হতাশ হয়ে যেতেন পাকিস্তানের ব্যাটার, ‘দেখুন টেস্টে ক্রিকেটের কি হাল—খেলা এখন আর তিন চার দিনের বেশি যায়ই না।’
ওয়াকার দাবি তোলেন, পাকিস্তান কি ভাইদের দল যে একই দলে কারমান, আদনান ও উমরকে খেলাতে হবে? খোলাখুলিভাবে এমন আচরণ করত, যা পছন্দ হতো না উমরের। তিনি দাবি করেছেন, তার প্রতি এসব অন্যায় দেখেও চুপ থাকছে তখনকার সিনিয়ররা।
কামরানের দাবি, তাকে বাদ দেওয়া বা তার সঙ্গে কথা বলার সময় ক্রিকেটের চেয়ে বেশি কথা হতো ক্রিকেটের বাইরে। তাকে কোচ জিজ্ঞেস করত, ‘বলো তো কেন এই চশমা পরলে? এই জুতাটা কেন? আমার খেলা নিয়ে কিছু না বলে সে এসব বিষয়ে কথা বলতে চাইত। সিনিয়ররা আমাকে চুপ থাকতে বলতেন। এড়িয়ে যেতে বলতেন।’
৩৪ বর্ষী পাকিস্তানের ক্রিকেটার সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১৯ সালের অক্টোবরে। শ্রীলঙ্কার বিপক্ষে লাহোরে টি-টোয়েন্টি সিরিজ খেলার পর আর খেলা হয়নি। ২০২৪ সালেও ফাস্ট ক্লাস ক্রিকেট খেলেছেন এই ব্যাটার।